চৌদ্দগ্রামে ২১ আগস্ট গ্রেনেড হামলায় জড়িত কুশিলবদের গ্রেফতার ও শাস্তি দাবি

সিটিভি নিউজ।।        স্টাফ রিপোর্টার ঃ কুমিল্লার চৌদ্দগ্রামে ২১শে আগস্ট গ্রেনেড হামলায় আইভী রহমানসহ নিহত ২৪ জনের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলোচিত এই ঘটনার সাথে সরাসরি জড়িতদের পাশাপাশি পিছনে থাকা ঘটনার মূল হোতাদেরও গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন দোয়া অনুষ্ঠানের প্রধান অতিথি বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি বজলুর রশিদ ভুলু। এ উপলক্ষে রোববার উপজেলার শুভপুর ইউনিয়নের কাদঘরে অনুষ্ঠিত দোয়া মাহফিলে মুক্তিযোদ্ধা আবদুল বারীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাস্টার খলিলুর রহমান বিএসসি, মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা জসিম উদ্দিন প্রমুখ। এসময় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিকলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বজলুর রশীদ ভুলু বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা। ১৫ আগস্টের মতো ২১ আগস্টও পরিকল্পিত হত্যাকান্ড চালিয়েছে সন্ত্রাসী চক্র। তারা চেয়েছিল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যা করতে। আল্লাহর ইচ্ছায় ও নেতাকর্মীদের বেস্টনী থাকায় তিনি বেঁচে যান। আজ শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। ২১ আগস্ট হামলার সাথে জড়িত সকলকে গ্রেফতার ও কঠোর শাস্তি দাবি জানাচ্ছি।

সংবাদ প্রকাশঃ  ২১-০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ