চৌদ্দগ্রামে দিন-ব্যাপী কমিউনিটি গ্রুপ (সিজি) প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন

সিটিভি নিউজ।।    হাসান মুহাঃ জহির  সংবাদদাতা জানান == : কুমিল্লা চৌদ্দগ্রামে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সার্বিক তত্বাবধানে ইউনিয়ন পর্যায়ে দিন-ব্যাপী কমিউনিটি গ্রুপ (সিজি) প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। জাইকা’র সহযোগিতায় কমিউনিটি বেইজড হেলথ কেয়ারের আয়োজনে গত ১৮ জুলাই থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে চৌদ্দগ্রামের সকল কমিউনিটি ক্লিনিকের কমিটিদের নিয়ে প্রশিক্ষণ কার্যক্রম আজ মঙ্গলবার (২৫ জুলাই) সমাপ্ত হয়। সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম কিবরিয়া, চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তৈফিকুল আলম তারেক। মেডিকেল অফিসার ডাঃ আল রায়হান পাটোয়ারী সহ প্রশিক্ষকবৃন্দ। কমিউনিটি ক্লিনিক উপজেলা ইনচার্জ মোঃ আমিনুল ইসলামের পরিচালনায় সমাপনী দিনে উপজেলার শুভপুর ইউনিয়নের পোটকরা কমিউনিটি ক্লিনিকের হেলথকেয়ার প্রভাইডার মোসাঃ খাদিজা আক্তার, কাঁছিয়া পুস্করিণী ক্লিনিকের হেলথকেয়ার প্রভাইডার মোসাঃ সেলিনা আক্তার ও গাছবাড়ীয়া ক্লিনিকের হেলথকেয়ার প্রভাইডার মোসাঃ তাছলিমা আক্তার সহ এই ৩ টি কমিউনিটি ক্লিনিকের সভাপতি, জামিদাতা ছাড়াও কমিটির প্রায় অর্ধশতাধিক সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।সংবাদ প্রকাশঃ ২৪০৭২০২৩ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like>  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ