চান্দিনা উপজেলা কৃষি কর্মকর্তার বিদায় সংবর্ধনা

সিটিভি নিউজ।।    এন.সি জুয়েল,কুমিল্লা প্রতিনিধি === কুমিল্লার চান্দিনা উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুল হক রোমেলকে বিদায় সংবর্ধনা দিয়েছেন বাংলাদেশ ভার্মি কম্পোস্ট প্রডিউসার অর্গানাইজেশন।মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকালে কুমিল্লার চান্দিনা উপজেলার কৃষি ট্রেনিং সেন্টারে এই সংবর্ধনা দেয়া হয়।বাংলাদেশ ভার্মি কম্পোস্ট প্রডিউসার অর্গানাইজেশন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্গানাইজেশনের সভাপতি সাইফুল ইসলাম টুটুল।বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি অফিসার মো. ইকবাল হোসেন, অর্গানাইজেশনের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম,উদ্যোক্তা এস এম সালাউদ্দিন ও সাইফুল ইসলাম ফরহাদ।বক্তারা বলেন, উপজেলা কৃষি অফিসার মনিরুল হক রোমেল একজন কর্মতৎপর মানুষ। আধুনিক ও লাভজনক কৃষির জন্য তার চেষ্টা নিরন্তর।তিনি দীর্ঘদিন চেষ্টা করে ভার্মি কম্পোস্ট উৎপাদনকারী কৃষকদেরকে একই প্ল্যাটফর্মে নিয়ে আসেন।সে প্রেক্ষিতে চান্দিনা উপজেলায় বসেছে ভার্মি কম্পোস্ট উৎপাদনকারী উদ্যোক্তাদের মিলন মেলা।তার হাত ধরে এই কৃষি আরো এগিয়ে যাবে।উপজেলা কৃষি অফিসার মনিরুল হক রোমেল বলেন, জানি না নিজের দায়িত্ব কতটুকু পালন করতে পেরেছি। তবে কৃষক ও উদ্যোক্তাদের কল্যাণের জন্য সব সময় চেষ্টা করেছি। উদ্যোক্তারা যে ভালোবাসা দেখিয়েছেন তা আগামীর পথ চলায় পাথেয় হয়ে থাকবে।সংবাদ প্রকাশঃ ২০০৯২০২৩ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like>  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ