খেলা ধূলা যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে পারে

সিটিভি নিউজ।।    মো. তপন সরকার, হোমনা প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় ব্যাপক দর্শক সমাগমের মধ্য দিয়ে টিভি কাপ শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৪ টার দিকে উপজেলার ভাষানিয়া ইউনিয়ন দড়ি ভাষানিয়া যুবসমাজের উদ্যোগে এই ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে মোট ৮ টি দল অংশ নিয়ে ১৪ ওভারে নকআউট পদ্ধতিতে এ খেলা পরিচালিত হয়। খেলায় অংশ গ্রহণ করে শ্রীপুর ক্রিকেট একাদশ বনাম শ্যামপুর ক্রিকেট একাদশ।
খেলায় ৭নং ভাষানিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. ছাদেকুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার শহিদুল্লাহ্, বিশেষ অতিথি ছিলেন, হাঁড়ির খোঁজে বাড়ির ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালাম ভূঁইয়া, ভাষানিয়া ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি মহাসিন সওদাগর, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. মহিউদ্দিন চৌধুরী, ওয়ার্ড মেম্বার মো. আমিরুল ইসলাম, মহিলা মেম্বার শান্তি আক্তারসহ খেলার আয়োজক কমিটির সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ক্রীড়া প্রেমী হাজারো দর্শক উপস্থিত ছিলেন। এই টুর্নামেন্টের খেলায় সার্বিক সহযোগিতা করেন সৌদি প্রবাসী মো. শরিফ চৌধুরী।
খেলার আয়োজকদের পক্ষ থেকে যুবলীগের সভাপতি মো. ছাদেকুর রহমান বলেন, দেশকে মাদকমুক্ত ও সমাজকে অবক্ষয় থেকে রক্ষা করতে, খেলাই একমাত্র মাধ্যম যা মাদক থেকে দূরে রাখতে পারে যুব সমাজকে তাই খেলাধুলার কোনো বিকল্প নেই। এলাকার তরুণ প্রজন্ম কে মাদকের ভয়াল ছোবল থেকে যুব সমাজকে দূরে রাখতে ও মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে খেলাধুলায় আরও বেশি করে সম্পৃক্ত করতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।
খেলায় দর্শকদের ভরপুর খেলা উপহার দেওয়ায় কমিটির পক্ষ থেকে দুই দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করে ১৭ ইঞ্চি এলইডি টিভি খেলোয়াড়দের হাতে তুলে দেন অতিথিবৃন্দ।সংবাদ প্রকাশঃ  ০৬২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ