কুমিল্লা সদরে শিশুদের  টিকা কার্যক্রমের উদ্বোধন 

 কুমিল্লা রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের টিকা কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এড মো আমিনুল ইসলাম টুটুল।
 সিটিভি নিউজ।।  এম এইচ মনির     নিজস্ব প্রতিবেদক ====
করোনা সংক্রমণ প্রতিরোধে কুমিল্লায় ৫-১১ বছরের শিশুদের টিকা কার্যক্রম শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে কুমিল্লা রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের টিকা কার্যক্রমের উদ্বোধন করেন আদর্শ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট আমিনুল ইসলাম টুটুল।
আদর্শ সদর উপজেলা স্বাস্থ্য অফিসের বাস্তবায়নে রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ওই বিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও আরো দুটি কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের টিকা প্রদান করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শামসাদ রাব্বানী খান, মেডিক্যাল অফিসার ডাক্তার প্রসেনজিত সাহা শুভ, শহিদুল ইসলাম চপল, রেলওয়ে পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শফিকুল ইসলাম, রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তসলিমা আকতারসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে আদর্শ সদর সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে রেলওয়ে পাবলিক উচ্চ বিদ্যালয়ের পুকুর, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের পুকুর, আলতাফ আলী (রঃ) মাদরাসা ও এতিমখানা কমপ্লেক্স পুকুর ও বিকেলে আদর্শ সদর উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট আমিনুল ইসলাম টুটুল, জেলা মৎস অফিসার শরীফ উদ্দিন, আদর্শ সদর মৎস অফিসার শায়লা শারমিন, ব্রাহ্মণপাড়া উপজেলা মৎস অফিসার জয় বনিক, দেবিদ্বার খামার ব্যবস্থাপক মোঃ মামনুর রশিদসহ আরো অনেকে।সংবাদ প্রকাশঃ  ১২-১০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ