কুমিল্লা সদরে নির্বাচনী প্রস্তুতি চলছে জোরেসুরে, সম্মেলন- কেন্দ্র কমিটি গঠনে ব্যস্ত নেতাকর্মীরা

গতকাল শুক্রবার রাতে শহরতলীর ধর্মপুর রেলওয়ে হাইস্কুল মিলনায়তনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেন্দ্র কমিটি গঠন উপলক্ষে আয়োজিত  কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এড মো. আমিনুল ইসলাম টুটুল।
সিটিভি নিউজ।।   এম এইচ মনির  নিজস্ব প্রতিবেদক  জানান ==
কুমিল্লা – ৬ (আদর্শ সদর উপজেলা ও সিটি করপোরেশন এলাকা) আসনে নির্বাচনী প্রস্তুতি চলছে জোরেসুরে। গত তিন মাস ধরে  সিটি করপোরেশন এলাকায় ওয়ার্ডে ওয়ার্ড চলছে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের  সম্মেলন। অপরদিকে সদর উপজেলার ৬ ইউনিয়নে ওয়ার্ড সম্মেলন শেষ করে শুরু হয়েছে কেন্দ্র কমিটি গঠন।  নির্বাচনী প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন নেতাকর্মীরা।
সেইসঙ্গে  সাধারণ ভোটাদের আকৃষ্ট করতে তুলে ধরা হচ্ছে বিগত ১৫ বছরের উন্নয়ন কর্মকাণ্ড। কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপির দিকনির্দেশনায় চলছে এসব সাংগঠনিক কর্মকাণ্ড।
সরজমিনে গতকাল শুক্রবার (০৬ অক্টোবর)  রাতে  শহরতলীর ধর্মপুর রেলওয়ে হাইস্কুলে গিয়ে দেখা যায়, দূর্গাপুর দক্ষিণ ইউনিয়নের ২ নং ওয়ার্ড ও ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী সভা ও কেন্দ্র কমিটি গঠন উপলক্ষে সাংগঠনিক সভা চলছে । এতে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন পেশায় অনেক মহিলা কর্মীর উপস্থিত লক্ষ্য করা গেছে।  কারণ এবারের নির্বাচনে আওয়ামী লীগ নারী ভোটারদের আকৃষ্ট করতে নেওয়া হচছে নানা কৌশল। নেতৃবৃন্দের বক্তব্যেও উঠে এসেছে নারী ভোটারদের সরাসরি যুক্ত করার নানা দিকনির্দেশনা।
রেলওয়ে হাইস্কুলের মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান
এডভোকেট মো. আমিনুল ইসলাম টুটুল। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল।  দূর্গাপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. তাজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দূর্গাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আমিনুল হক, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোবারক আলী মজুমদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সবুর আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওবায়দুল কবীর খান শাহীন। এসময় উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক জহিরুল ইসলাম সহ ইউনিয়ন আওয়ামী লীগ ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ,দলীয় ইউপি মেম্বারবৃন্দ উপস্থিত ছিলেন ।
আলোচনা সভা শেষে দূর্গাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো আমিনুল হককে আহবায়ক ও  জেলা যুবলীগ নেতা শহিদুল ইসলাম চপলকে সদস্য সচিব করে ২৭৫  সদস্যবিশিষ্ঠ রেলওয়ে হাইস্কুল কেন্দ্র কমিটি গঠন করা হয়।সংবাদ প্রকাশঃ ০৭১০২০২৩ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like>  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ