কুমিল্লা ডিবি পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই

সিটিভি নিউজ।।    নেকবর হোসেন   কুমিল্লা প্রতিনিধি  জানান ===
চট্টগ্রাম পাহাড়তলী এলাকা থেকে স্থানীয়রা ডিবি পুলিশের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নিয়েছে স্থানীয়রা। বৃহস্পতিবার (৩ মার্চ) রাত ১০টার দিকে চট্টগ্রামের পাহাড়তলী থানার সাগরিকা বিটাক এলাকায় এই ঘটনা ঘটে।কুমিল্লার নাঙ্গলকোট থানার ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতার মামলার দুই আসামি মোহাম্মদ রফিক ও মোহাম্মদ আজাদ। তাদের বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের পাহাড়তলী এলাকা থেকে গ্রেপ্তারে করে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, দুই আসামিকে ধরতে কুমিল্লা ডিবি পুলিশের একটি দল চট্টগ্রাম শহরে আসে। প্রথমে তাঁরা নির্বাচনী সহিংসতা মামলার একজন আসামিকে গ্রেপ্তার করে। অপর আসামিকে গ্রেপ্তার করতে সাগরিকা বিটাক এলাকায় যায় গোয়েন্দা দলটি। ওই আসামি ছিলেন স্থানীয় দোকানি। তাকে গ্রেপ্তারের পর স্থানীয় ব্যবসায়ী ও লোকজন ডিবি পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকে। এ অবস্থায় গ্রেপ্তার করা দুই আসামি পালিয়ে যায়। মুস্তাফিজুর রহমান বলেন, হামলায় ডিবি পুলিশের এক সদস্য আহত হয়েছেন। বিষয়টি পাহাড়তলী থানা পুলিশকে জানানোর পর পলাতক আসামিদের গ্রেপ্তার অভিযান শুরু হয়। রাত ১টার দিকেও পালিয়ে যাওয়া দুই আসামিকে গ্রেপ্তার করা যায়নি বলে জানিয়েছেন তিনি।সংবাদ প্রকাশঃ  ০৫-০৩-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ