কুমিল্লা জেলায় মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী পাচ্ছে অসহায় ও দ্ররিদ্র জনগোষ্ঠী

সিটিভি নিউজ।।    রবিউল বাশার খান  সংবাদদাতা জানান —  কোভিড-১৯ পরিস্থিতিতে অসহায় ও হতদরিদ্র জনগোষ্ঠীর মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ ।  করোনা পরিস্থিতি যতই ভয়াবহ হচ্ছে এবং মানুষ দিশেহারা ও ঘর বন্দী হয়ে পড়ছে। ঠিক তখনি অসহায় ও হতদরিদ্র জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেয়া হচ্ছে  প্রধানমন্ত্রীর দেয়া উপহার সামগ্রী। কুমিল্লা জেলা জুড়ে প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে প্রতিটি গ্রাম গঞ্জে এবং শহরের বিভিন্ন অলিগলিতে  প্রতিটি জায়গায় কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকে  পৌঁছে দিচ্ছে  প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী। কুমিল্লার জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান বলেন করোনার এই ভয়াবহ পরিস্থিতিতে  মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী একটি মানুষও যেন অভুক্ত না থাকে সেজন্য আমরা প্রতিটি জায়গায় মানুষের কাছে খাবার পৌঁছে দিচ্ছি। এরমধ্যে কুমিল্লা সিটি করপোরেশনে ২৫ লক্ষ টাকা ও ৫০মেট্রিক টন  চালও বরাদ্দ দেওয়া হয়েছে। কুমিল্লা জেলা প্রশাসক আরো জানান আমরা যেখানে খবর পাচ্ছি  মানুষের খাবারের প্রয়োজন আমরা সেখানে খাবার নিয়ে পৌছে যাচ্ছি।তিনি আরো জানান মাক্স পড়ার জন্য আমরা সকলকে উদ্বুদ্ধ করছি  এবং সতর্ক করার জন্য  জরিমানাও  করা হচ্ছে । সকলের সর্তকতা ও সহযোগিতা ছাড়া করোনা মোকাবেলা অনেকটাই কঠিন হয়ে পড়বে। জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান নিজে এবং জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর মাধ্যমে বিভিন্ন জায়গায় তিনি খাবার পৌঁছে দিচ্ছেন।  গতকাল কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৬ নং জগন্নাথপুর ইউনিয়নের জগন্নাথপুর, খামার কৃষ্ণপুর, দৌলতপুর, ঝাকুনি পাড়া, বাজ গড্ডা, শুয়ারা, অরন্যপুর ও গাজীপুরের বিভিন্ন অঞ্চলের অসহায় দরিদ্রদের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী  বিতরণ করেছেন কুমিল্লা জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বাবলু সূত্রধর।

সংবাদ প্রকাশঃ  ১৬২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ