কুমিল্লায় ১৭উপজেলায় প্রধানমন্ত্রীর উপহার, ভূমিহীন-গৃহহীন ১৭৯০টি পরিবারকে পুনর্বাসন

সিটিভি নিউজ।। নিজস্ব  প্রতিবেদক, কুমিল্লা। কুমিল্লায় ১৭উপজেলায় ভূমিহীন-গৃহহীন ১৭৯০টি পরিবারকে পুনবাসন করা হবে। আগামী ২২মার্চ প্রত্যোক পরিবারকে ২শতক জমির মালিকানাসহ বিনামূল্যে নির্মিত ঘরের সনদপত্র বিতরণ করবেন প্রধানমন্ত্রী । সোমবার দুপুরে কুমিল্লা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ কাবিরুল ইসলাম খান, আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমাসহ অন্যরা। এদিকে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম, লাকসাম, মনোহরগঞ্জ, চান্দিনা, লালমাই ও বি-পাড়া উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষনা করা হবে। আমার দেশের প্রতিটি মানুষ খাদ্য পাবে আশ্রয়পাবে,শিক্ষা পাবে, উন্নত জীবনের অধিকারী হবে। এই হচ্ছে আমার স্বপ্ন-জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখহাসিনার বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবেনা।এ শ্লোগানকে বাস্তবে রুপ দিতে ‘মুজিববর্ষে কুমিল্লা জেলার ১৭উপজেলায় ৩য় পর্যায়ে ৯২৯টি ও ৪র্থপর্যায়ে ৮৬১টিসহ মোট ১৭৯০টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমির মালিকানাসহ বিনামূল্যে নির্মিত ঘরের সনদপত্র বিতরণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ ও জমি প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানের লক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম জানান- মুজিবর্ষ উপলক্ষে কুমিল্লায় ১৭উপজেলায় ভূমিহীন-গৃহহীন পরিবারদের যাচাই-বাছাই করে আশ্রায়ণ প্রকল্পের আওতায় মোট ৫হাজার ৭৫৮টি পরিবারকে পূনবাসন করা করা হয়েছে। ১ম,২য় ও ৩য়পর্যায়ে ২হাজার ৯৩৬টি পরিবার ও আগামী ২২ মার্চ প্রধানমন্ত্রী কুমিল্লায় ১৭উপজেলায় আগামী ২২ মার্চ ৩য়পর্যায়ে অবশিষ্ট ৯২৯টি পরিবার ও ৪র্থ পর্যায়ে ৮৬১টিসহ মোট ১হাজার৭৯০টি পরিবারকে ২শতক করে একক জমির মালিকানাসহ বিনামূল্যে নির্মিত ঘরের সনদপত্র বিতরণ করবেন প্রধানমন্ত্রী ।

সংবাদ প্রকাশঃ ২০০৩২০২৩ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ