কুমিল্লায় শিক্ষার গুনগত মান উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা

সিটিভি নিউজ।।       মোঃ আবদুল আউয়াল সরকার,  কুমিল্লা জেলা প্রতিনিধি জানান ===
কুমিল্লায় শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৫ নভেম্বর ২০২২ খ্রিঃ) কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের ওয়াহেদপুর ইসলামিয়া আলিম মাদরাসায় এ সভা অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি কাজী শাহ আলমের সভাপতিত্বে ও  প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলামের  সঞ্চালনায় উপস্থিত ছিলেন দাতা সদস্য,ডাঃ মোঃ আবদুল আউয়াল সরকার,
অভিভাবক সদস্য মোঃ মিজানুর রহমান, বিল্লাল মিশরী,সবুর খাঁন,কাজী জাকির,সাধারণ শিক্ষক সদস্য মোঃ তাজুল ইসলাম ও মোঃ বদিউল আলম,
বিদ‍্যোৎসাহী সদস্য মোঃ সাখাওয়াত হোসেন ভূঁইয়া, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি সাদিয়া আফরিন।
সভায় বক্তারা বলেন, শিক্ষার মান উন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া শিক্ষকের পাশাপাশি অভিভাবকদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে হবে। এছাড়াও শিক্ষার মান উন্নয়নে যেসব বাধা রয়েছে তা কিভাবে উত্তরণ করে জেলার শিক্ষাকে মানসম্মত ও যুগোপযোগী করা যায় বক্তারা সে বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
সঠিকভাবে পাঠদান, ক্লাসের সময় ছাত্ররা যাতে বাইরে যেতে না পারে এবং ছাত্রদের সাথে বন্ধুত্বসুলভ আচরণসহ শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়।
মতবিনিময় সভায় মাদরাসার অধ্যক্ষ, শিক্ষকসহ,অভিভাবক ও শিক্ষার্থীরা অংশ নেন।সংবাদ প্রকাশঃ  ১৫-১১-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ