কুমিল্লায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

সিটিভি নিউজ।।   সৌরভ মাহমুদ হারুন   কুমিল্লা প্রতিনিধি।।  জানান ============
বকেয়া বেতন পরিশোধ ও ঈদ বোনাসের দাবিতে কুমিল্লার দেবিদ্বারে বিক্ষোভ করেছে আশা জুট মিলের শ্রমিক ও কর্মচারীরা। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে তারা। এতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী সড়ক কয়েক ঘন্টা অচল হয়ে পড়ে। সৃষ্টি হয় দীর্ঘ যানজটের।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০ টা থেকে দুপুর পর্যন্ত কুমিল্লার চান্দিনা ও দেবিদ্বার উপজেলার সীমান্তবর্তী এলাকা মহাসড়কের আড়িখোলা এলাকায় এই ঘটনা ঘটে।
খবর পেয়ে চান্দিনা ও দেবিদ্বার থানা পুলিশ এবং হাইওয়ে পুলিশের সদস্যরা দীর্ঘক্ষণ চেষ্টার পর মালিক-শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
আশা জুট মিলের শ্রমিকরা জানান, গত পাঁচ মাস ধরে তাদের বেতন বাকেয়া রয়েছে। এই পরিস্থিতিতে তারা মানবেতর জীবন যাপন করছেন। তাই বাধ্য হয়ে আজ রাস্তায় নামতে হয়েছে তাদের।
চান্দিনা থানার ওসি মো.আবুল ফয়সল ও হাইওয়ে পুলিশের ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ সালেহ আহমেদ জানান, বকেয়া বেতন পরিশোধ ও ঈদ বোনাসের দাবিতে আশা জুট মিলের শ্রমিক-কর্মচারীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিক ও জুট মিল কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এ সময় মালিকপক্ষ বুধবারের (২৯ জুলাই) মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন। বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে আছে। মহাসড়কে পুলিশ অবস্থান করছে। আর যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান তারা।সংবাদ প্রকাশঃ  ২৮২০২০ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ