কুমিল্লায় পুলিশ কর্মকর্তাদের জন্য অভিবাসন কর্মীদের নিরাপদ অভিবাসন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সিটিভি নিউজ।।    কুমিল্লা  জেলার পুলিশ সদস্যদের জন্য কুমিল্লা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অভিবাসন কর্মীদের নিরাপদ অভিবাসন ও ন্যায় বিচারে অভিগম্যতা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ২০মার্চ অনুষ্ঠিত হয়েছে।  সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে ও হেলভেটাস বাংলাদেশের সহায়তায় বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি (বিএনডব্লিউএলএ) এই প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণে জেলার বিভিন্ন থানাধীন ২৪ জন পুলিশ কর্মকর্তা অংশগ্রহণ করেন।

কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সদস্য ও সিম্স প্রকল্পের আইনজীবি এ্যাডভোকেট ফেরদৌস নিগার। তিনি তাঁর বক্তব্যে বিএনডব্লিউএলএ’র পরিচিতি তুলে ধরেন ও প্রশিক্ষণের উদ্দেশ্য বর্ণনা করেন এবং মানবাধিকার নিয়ে বিএনডব্লিউএলএ এর দীর্ঘদিনের অভিজ্ঞতা তুলে ধরেন । জেলা পুলিশ সুপার এর পক্ষে জনাব কাজী মো: মতিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি, কুমিল্লা প্রশিক্ষন কর্মশালার শুভ উদ্ধোধন করেন। তিনি বিএনডাব্লিওএলএর এই প্রশিক্ষণ উদ্যোগের প্রশংসা করেন । তিনি তাঁর বক্তব্যে বলেন, অভিবাসন বিষয়ে কুমিল্লায় ব্যাপক সমস্যা পরিলক্ষিত হচ্ছে, এক্ষেত্রে পুলিশ সদস্যদের সচেতন হয়ে ও বিভিন্ন সভা, প্রশিক্ষন থেকে প্রাপ্ত তথ্য প্রচার এবং অভিবাসন বিষয়ক তদন্ত কাজে প্রশিক্ষনলদ্ধ জ্ঞান কাজে লাগিয়ে অভিবাসন কর্মীদের সেবায় ভূমিকা রাখার আহবান জানান। প্রশিক্ষনে ফ্যসিলিটটের এর দায়িত্ব পালন করেন এ্যাডভোকেট তানভিয়া রোজলিন সুলতানা। প্রশিক্ষনে নিরাপদ অভিবাসনের ধারনা, অভিবাসী কর্মীর অধিকার ও আইনে বর্ণিত প্রতিকারের বিধান সমূহ, অভিবাসন এবং মানব পাচার, অভিযোগ ও রেফারেল ব্যাবস্থা, অভিবাসন সংক্রান্ত অভিযোগ ও জেলা পর্যায়ে আইনগত সেবা প্রদানকারী সংস্থার ভূমিকা, জেন্ডার সংবেদনশীলতা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীগণ এই সময়োপযোগী প্রশিক্ষণ আয়োজনের জন্য বিএনডব্লিউএলএ কে ধন্যবাদ জানান এবং তাদের সহযোগীতার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। ভিডিও দেখুন =

সংবাদ প্রকাশঃ ২০০৩২০২৩ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ