কুমিল্লায় ডেঙ্গু গত ২৪ ঘণ্টায় শনাক্ত ৮৩ জন

সিটিভি নিউজ।।    নেকবর হোসেন   কুমিল্লা প্রতিনিধি========
কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় ৮৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।
জেলা সিভিল সার্জন ডাঃ নাছিমা আক্তার সকাল ১২টা এসব তথ্য নিশ্চিত করেছেন। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী ২৪ জুলাই সকাল থেকে ২৫ জুলাই সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৮৩ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। জেলায় এখন পর্যন্ত মোট ৩৯৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।আজকের ডেঙ্গু আক্রান্ত কুমিল্লা মেডিকল কলেজ ২৭ জন,জেলারেল হাসপাতালে এক জন,মেডিকেল সেন্টার দুইজন, দাউদকান্দি চারজন,হোমনা একি জন,লাকসাম ০৫জন, একজন,মেঘনা দুইজন, মনোহরগন্জ তিনজন, একজন,মুরাদনগর একজন,চান্দিনা দুইজন, সেন্ট্রাল মেডিকেল কলেজ দশজন,গোমতী ০২ জন, মালিগাও হাসপাতালে দুইজন,ইস্টার্ন মেডিকেল দুই মেডিকেল সেন্টার তিনজন,মুন হাসপাতাল একজন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু শনাক্ত মোট ৮৩ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগী
ভর্তি হয়েছে বিভিন্ন হাসপাতাল ৫৫জন।
কুমিল্লা বিভিন্ন হাসপাতাল ডেঙ্গু রোগী ভর্তি আছে যেমন কুমিল্লা মেডিকেল কলেজ ২৭ জন,
সদর জেনারেল হাসপাতালে একজন,চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্স এর দুই জন, দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্স ২১জন,চান্দিনা স্বাস্থ্য কমপ্লেক্স দুইজন,হোমনা স্বাস্থ্য কমপ্লেক্সের তিমজন,লাকসাম স্বাস্থ্য কমপ্লেক্স ১১জন,চান্দিনা স্বাস্থ্য কমপ্লেক্স তিনজন,তিতাস স্বাস্থ্য কমপ্লেক্সের একজন,মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সের একজন,নাঙ্গলকোট স্বাস্থ্য কমপ্লেক্সের একজন, মনোহরগন্জ স্বাস্থ্য কমপ্লেক্সের তিনজন,মেঘনা স্বাস্থ্য কমপ্লেক্স দুইজন, মেডিকেল সেন্টার দুইজন,মুন হাসপাতাল একজন,গোমতী হাসপাতাল দুইজন,মালিগাও ৫০ -দুই জন,ইস্টার্ন মেডিকেল দুই জন।
মোট ডেঙ্গু রোগী ভর্তি বর্তমান আছে ১১৮জন।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী জানিয়েছেন,ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে সবাই সচেতন থাকুন।কুমিল্লা মেডিকেল কলেজ হাসপতালে ডেঙ্গু রোগের চিকিৎসার জন্য আলাদা ইউনিট করা হয়েছে। তেমনি বহির্বিভাগে আলাদাভাবে ডেঙ্গুর প্রতিরোধে বা করণীয় বিষয়ে পরামর্শ কেন্দ্র খোলা হয়েছে। এখানে যারাই জ্বরে আক্রান্ত কিংবা ডেঙ্গু সন্দেহে থাকবেন তারা ওই পরামর্শ কেন্দ্রে কথা বলতে পারবেন।   সংবাদ প্রকাশঃ ২৪০৭২০২৩ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like>  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ