কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ২৪ টি পাসপোর্টসহ দালাল চক্রের ২ সদস্য গ্রেফতার

সিটিভি নিউজ।।   নেকবর হোসেন   কুমিল্লা প্রতিনিধি  জানান ===
কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ২৪ টি পাসপোর্ট ও ২টি নকল সীল লমোহর সহ পাসপোর্ট দালাল চক্রের ২ সদস্য (পিতা পুত্র) চান্দিনা উপজেলার মাধাইয়া বাজারের চন্দন স্টুডিও থেকে গ্রেফতার করা হয়েছে। আজ (১৫ জুলাই) সকাল ১১টায় চান্দিনা থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে পাসপোর্টে ৯৫টি ডেলিভারি স্লিপ (ফটোকপি), ও ৮টি ব্যাংক পেমেন্ট স্লিপ সহ ৫টি জন্ম নিবন্ধন সনদও উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত দালালরা হচ্ছে-
আটককৃত পাসপোর্ট দালালগন চান্দিনা উপজেলার মাধাইয়া কাশেমপুর (সরকার বাড়ি) গ্রামের মৃত রাখাল চন্দ্র সরকার এর ছেলে চন্দন সরকার (৬৫) ও চন্দন সরকার এর ছেলে রিপন সরকার (৩২)। রিপন ও চন্দন সরকার সম্পর্কে পিতা পুত্র।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সূত্র জানায়, দীর্ঘদিন ধরেই তারা স্টুডিও ব্যবসার অন্তরালে এই অবৈধ কার্যক্রম পরিচালনা করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ সহ যৌথ অভিযানে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধ চান্দিনা থানায় মামলা দায়েরের প্রক্রিয়াধীন।সংবাদ প্রকাশঃ  ১৫২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ