কুমিল্লায় করোনা শনাক্ত৭১ জনের। মৃত্যু ৩

সিটিভি নিউজ।।   নেকবর হোসেন    কুমিল্লা প্রতিনিধি  জানান ===
গতকাল ২১এপ্রিল কুমিল্লা জেলায়  নতুন করে আরও৭১ জনের  পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার৫১১জন।
আজকের রিপোর্টে  তিনজন মৃত্যু দেখানো হয়েছি।ফলে মৃত্যুর সংখ্যা ৩৫৩জনে দাঁড়ালো।
এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে জেলার কুমিল্লা সিটি ৪৬জন,আর্দশ সদর ০১
জন,লাকসাম ০৩জন,দাউদকান্দি ০১জন, বুড়িচং০৫জন, ব্রাক্ষণপাড়া ০১জন,
বরুড়া ০২জন, মুরাদনগর ০২ জন, চৌদ্দগ্রাম০৫ জন। দেবিদ্বার০৫জন।
আজকের রিপোর্টে  সুস্থ্য ৪২   দেখানো হয়েছি।  এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছে ৯ হাজার ২৪২জন করোনা রোগী।সুস্থ্য আজকের  কুমিল্লা সিটি কর্পোরেশন ৪২জন, আর্দশ সদর ০২ জন।
গতকাল ২১ এপ্রিল বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা:মীর মোবারক হোসাইন।
সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ৬৫হাজার ৩০৮জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ৬৪হাজার ৪২৩জনের। এর মধ্যে ১১ হাজার ৫১১জনের করোনা পজিটিভ ধরা পড়েছে।বিদেশগামী যাএীদের নমুনা পরীক্ষা আজকের রিপোর্ট প্রাপ্তি:  ২৯৯

এদের মধ্যে নতুন সনাক্ত: ০০।সংবাদ প্রকাশঃ  ২১২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ