কুমিল্লায় করোনায় গত ২৪ ঘণ্টায় শনাক্ত ২৪৩ও সুস্থ ৩৮,মৃত্যু নাই

সিটিভি নিউজ।।      নেকবর হোসেন   কুমিল্লা প্রতিনিধি  জানান ====
কুমিল্লায় গত ২৪ ঘণ্টায়২৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে।   পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩৮দশমিক ১%।
জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বিকেল ৪টা  ৫৫মিনিট এসব তথ্য নিশ্চিত করেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী ২৬জানুয়ারী বিকেল থেকে ২৭জানুয়ারী  বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৬৩৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
জেলায় এখন পর্যন্ত ৪০ হাজার ৭৭৭জনের করোনা শনাক্ত হয়েছে। আজকের করোনা শনাক্ত কুমিল্লা সিটি ৮৮জন,লাকসাম ২৮জন,বুড়িচং০২ জন,চৌদ্দগ্রাম১৪ জন,দাউদকান্দি ১৭জন,সদর দক্ষিণ ০৬জন, মনোহরগন্জ০৮ জন,মেঘনা ০৪জন,মুরাদনগর ১৯ জন,ব্রাক্ষণপাড়া ১৪জন,আর্দশ সদর ০৫জন,বরুড়া১৮জন, দেবিদ্বার ০৮জন,তিতাস ০৮ জন,হোমনা ০৫জন,লালমাই ০৩
জন। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৬০জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন৩৮ জন।আজকের সুস্থ কুমিল্লা সিটি ২৫জন,মনোহরগন্জ০৮ জন,মুরাদনগর ০৫ জন।এনিয়ে মোট সুস্থ হলেন ৩৮ হাজার ৩৬৮জন হয়েছে।

সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন,আমরা চেষ্টা করছি জনসচেতনতা বাড়িয়ে কীভাবে সংক্রমণ কমানো যায়। সে লক্ষ্যে প্রতিদিনই কাজ চলছে।সংবাদ প্রকাশঃ  ২৭-০১-২০২২ইং । (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ