কালীগঞ্জ পৌচেছে সাড়ে ৯ হাজার করোনার ভ্যাকসিন

সিটিভি নিউজ।।   মানিক ঘোষ নিজস্ব প্রতিনিধি  জানান ===
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের মহামারী করোনার ভ্যাকসিন পৌচেছে। বৃহস্পতিবার দুপুরে ভ্যাকসিন ও ১ কোটি টাকা মূল্যের আধুনিক জি এক্্রপার্ট মেশিন বুঝে নিলেন স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনার ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ। সেই সাথে প্রধান অতিথি সাংসদ আনোয়ারুল আজিম আনার স্বাস্থ্য কমপ্লেক্্েরর নবনির্মিত গ্যারেজ ও প্রধান ফটকের উদ্বোধন করেন। এ সময় খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক রাশিদা সুলতানা, ঝিনাইদহ জেলা সিভিল সার্জন সেলিনা সুলতানা, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সূবর্ণা রানী সাহা,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামিমা শিরিন লুবনা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তরুন কুমার দাস, ডাঃ এম এ কাফি, ডাঃ অরুন কুমার দাস, ডাঃ সুলতান আহম্মেদ, ডাঃ খুরশিদ নাজনিন, ডাঃ সম্পা মোদক, মোচিক শ্রমিক ইউনিয়নের সভাপতি ও হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য গোলাম রসুলসহ গনমাধ্যমকর্মী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর সকল চিকিৎসক কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামিমা শিরিন লুবনা জানান, ইতোমধ্যে তাদের হাতে ৯’শ ৫৬ ভায়াল করোনা ভ্যাকসিন পৌচেছে। প্রতি ভায়াল ভ্যাকসিন থেকে মোট ১০ জনকে দেয়া যাবে। সেই হিসাবে মোট ৯ হাজার ৫’শ ৬০ ডোজ ভ্যাকসিন হবে। করোনা ভ্যাকসিনসহ সরকারীভাবে পাওয়া প্রায় ১ কোটি টাকা মূল্যের জি এক্্রপার্ট অত্যাধুনিক মেশিন বুঝ করে নেয়া হয়েছে। এ সময় প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ হাসপাতালে নবনির্মিত গ্যারেজ,হাসপাতালের মুলফটকের উদ্বোধন করেন। জি এক্রপার্ট মেশিনের মাধ্যমেই করোনা ভাইরাস শনাক্তকরনসহ শরীরের গুরুত্বপূর্ণ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে রোগ নির্নয় সম্ভব বলে তিনি যোগ করেন। এর আগে সকালে নিয়ামতপুর ইউনিয়নে বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গরীব,প্রতিবন্ধী,বৃদ্ধা,দু:স্থ,বিধাব মহিলা ও শিশু রোগীদের অগ্রাধিকার বিনামুল্যে চোখোর ছানি অপারেশনের জন্য চক্ষু চিকিৎসা ক্যাম্পে দেখা শুনা করেন এম পি আনোয়ারুল আজীম আনার।

সংবাদ প্রকাশঃ  ৫২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ