কারাগারে বন্দী মতিবুলের মৃত্যু ঘটনার বিচার করা হবে- মিনু

সিটিভি নিউজ।।        ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ):
‘কারাগারে বন্দীদের মৃত্যু রহস্যজনক বিষয়। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একদিন আইনের মুখোমুখি হতে হবে। জিয়ার সৈনিকরা সরকারে কাছে মাথা নত করে না। একমাত্র মহান আল্লাহ নিকট মাথা নত করে। বর্তমান সরকার বিরোধী দলের নেতা-কর্মিদের উপর মিথ্যা মামলা চেপে দিয়ে নির্যাতন করছে।’ নওগাঁ জেলা কারা হেফাজতে মৃত বিএনপি নেতা মুতিবুলের পরিবারের পাশে দাঁড়িয়ে খোঁজ-খবর শেষে এমন মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে নওগাঁর পতœীতলায় নজিপুর পৌরসভার ২নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মরহুম মুতিবুলের পরিবারের গ্রামের বাড়িতে তাঁর স্ত্রী, ছেলে-মেয়েসহ পরিবারের সাথে সাক্ষাত করেন বিএনপি’র নেতা-কর্মিরা।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ও পত্নীতলা  -ধামইরহাট আসনের সাবেক এমপি সামসুজ্জোহা খান জোহা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক চন্দন, নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু, সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, কেন্দ্রীয় বিএনপির সদস্য আনোয়ার হোসেন বুলু, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম টুকু, যুগ্ম আহ্বায়ক শেখ রেজাউল ইসলাম রেজু, বিএনপি নেতা মামুনুর রহমান রিপন, পতœীতলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদ, নজিপুর পৌরসভার সাবেক মেয়র আনোয়ার হোসেন, জেলা মহিলা দলের নেত্রী শামিমা পারভীন পলি, জেলা মহিলা দলের নেত্রী শবনম মোস্তারী কলি, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম শেফা, কৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, মাটিন্দর ইউপি সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ্ আল ফারুক, নজিপুর পৌর বিএনপি নেতা এ.জেড মিজান, বিএনপি নেত্রী মৌসুমী আক্তার প্রমুখ।

উল্লেখ্য, গত ২০২৩ সালের ২০ ডিসেম্বর নওগাঁ জেলা কারাগারে মতিবুল ইসলাম বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করলে কারা কর্তৃপক্ষকে অবহিত করেন। পরে তাঁকে তাৎক্ষণিক ভাবে কারারক্ষীরা জেলা সদর হাসপাতালে সকাল সাড়ে ৭টার দিকে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসকগণ মতিবুলকে মৃত্যু ঘোষণা করেন।

সংবাদ প্রকাশঃ ২৭০২২০২৪ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like>  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ