আড়াইহাজারে টিকাদান কেন্দ্রের উদ্বোধন

সিটিভি নিউজ, এম আর কামাল, নারায়ণগঞ্জ থেকে জানান : নারায়ণগঞ্জের আড়াইহাজারে বৃহস্পতিবার (৫ জানুয়ারী) সকালে আলোর পথযাত্রী (দাতব্য) চিকিৎসালয়ে সম্প্রসারিত টিকাদান কর্মসূচী (ইপিআই) এর অস্থায়ী টিকাদান কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা আফরোজ।
চিকিৎসালয়ের সভাপতি ইসমাইল চৌধুরীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন আড়াইহাজার থানা প্রেসক্লাবের সভাপতি ও চিকিৎসালয়ের পরিচালক মাসুম বিল্লাহ, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) আলমগীর হোসেন, স্বাস্থ্য পরিদর্শক নুরে আলম, আলোর পথযাত্রী পাঠাগারের সভাপতি সফুরউদ্দিন প্রভাত প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএইচএফপিও ডা. সায়মা আফরোজ বলেন, আলোর পথযাত্রী পাঠাগারের অঙ্গ প্রতিষ্ঠান আলোর পথযাত্রী চিকিৎসালয় দরিদ্র ও অসহায় মানুষদের চিকিৎসা সেবায় প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। অত্র চিকিৎসালয়ে ইপিআই এর টিকাদান কেন্দ্র চালু হওয়ায় অলাভজনক এই সামাজিক প্রতিষ্ঠানটির কাজ আরও বেগবান হবে। টিকা নেয়ার সময় শিশুরা হরেক রকমের বইয়ে চোখ পড়বে। যা ভবিষ্যতে বইয়ের প্রতি আগ্রহ সৃষ্টির পাশাপাশি সুনাগরিক হতে সহায়তা করবে।

সংবাদ প্রকাশঃ ০৫০১২০২৩ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ