আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে, আগামী ১৫ জুন নগরবাসী ভোটের মাধ্যমে এর জবাব দেবে=সাক্কু

সিটিভি নিউজ।।        জমে উঠেছে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন প্রচার-প্রচারণায় দশম দিন আজ অতিবাহিত হয়েছে।   সকাল থেকে শুরু সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত প্রচার প্রচারণা চালাচ্ছেন মেয়র প্রার্থী ও কাউন্সিলর প্রার্থী গন । নানান প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থি রা।    কুমিল্লা সিটি করপোরেশনের দুই বারের নির্বাচিত  সাবেক মেয়র মনিরুল হক সাক্কু    টেবিল ঘড়ি মার্কার স্বতন্ত্র মেয়র প্রার্থী  ৬ই জুন

সকাল 10:30 AM —-১নংনং ওয়ার্ডের ভাটপাড়া চৌমহনী থেকে গণসংযোগ শুরু করেন।

দুপুর 2:30 PM—– বিষ্মপুর মৌলভীপাড়া উঠান বৈঠক করেন

বিকাল 3:30PM ——কাপ্তান বাজার আদালতের পূর্ব পাশ্বে কোরাইশী সাহেবের বাড়ির সামনে উঠান বৈঠক করেন।

বিকাল 4:30 PM—– কাপ্তান বাজার পাক্কার মাথা ইকবাল সাহেবের বাড়ির সামনে উঠান বৈঠক করেন।

বিকাল 5:30 OM—– কাপ্তান বাজার মসজিদের পশ্চিম পাশে তুহিন সাহেবের বাড়ির সামনে উঠান বৈঠক করেন।।  বাদ মাগরিব—- কাপ্তান বাজার দক্ষিণপাড়া দুলাল ভাইয়ের বাড়িতে উঠান বৈঠক করেছেন।

সাবেক মেয়র মনিরুল হক সাক্কু  তার ঘড়ি মার্কায়  প্রচারণা এবং জনসংযোগ চলাকালে সাংবাদিকদের বলেন তিনি জনতার মেয়র জনতা তার সাথে আছে। তিনি গত ১০বছর  সিটি কর্পোরেশনের নাগরিকদের সেবা করেছেন, তিনি তাদের ভোট পাবেন।  মনিরুল হক সাক্কু আরো বলেন দীর্ঘ ১০ বছরে তিনি কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায়  অনেক উন্নয়ন করেছেন।  এখন প্রায় ৩০ ভাগ কাজ বাকি আছে এবার নির্বাচিত হতে পারলে এই সমস্ত কাজগুলো সম্পন্ন করবেন।  তিনি আরও বলেন তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে । আগামী ১৫ জুন নগরবাসী ভোটের মাধ্যমে এর জবাব দেবে ।   সংবাদ প্রকাশঃ  ০৬-০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

 

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ