মরহুম জসিমের শিশু পুত্রের জন্মদিন পালন করলেন পুলিশ 

সিটিভি নিউজ।।    সৌরভ মাহমুদ হারুন বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধিঃ   করোনায় নিহত দেশের প্রথম পুলিশ সদস্য জসিম উদ্দিনের শিশু পুত্র  আবদুল্লাহ আল সামীথর রোববার ছিল ৫ম জন্মদিন। এউপলক্ষে কুমিল্লা
জেলা পুলিশ সুপারের উদ্যোগে করোনা ভাইরাস সংক্রমণে মৃত্যু জসিমের বাড়িতে বেদনার মধ্যে ও আনন্দ অনুষ্ঠানের আয়োজনের মধ্য দিয়ে শিশুটির  জন্ম দিন উদযাপন   করা হয়। এসময় কেক কেটে পুলিশ সদস্যরা নিহতের স্বজনদের নিয়ে   আনন্দ ভাগাভাগি করেন।   জানা যায়, ঢাকা মেট্রোপলিটন শাখার ওয়ারী জোনের পুলিশ সদস্য
জসিম উদ্দিন গত ২৮ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে মারা যান। তিনি  ছিলেন দেশের প্রথম নিহত পুলিশ সদস্য। গতকাল রোববরার ছিল নিহত   জসিমের পুত্র আবদুল্লাহ আল সামীর ৫ম জন্মদিন। এউপলক্ষে কুমিল্লা
জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার),পিপিএম এর  নির্দেশে প্রয়াত পুলিশ পুলিশ সদস্য জসিমের কুমিল্লার বুড়িচং  উপজেলার ময়নামতি ইউনিয়নের কাঠাঁলিয়া গ্রামে গ্রমের বাড়িতে   বিকেলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় নিহতের স্ত্রীসহ  পরিবারের সদস্যদের সাথে উপস্থিত ছিলেন কুমিল্লা অতিঃ পুলিশ সুপার  (সদর সার্কেল) তানভীর সালেহীন ইমন বিপিএম বার,বুড়িচং থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মল হক পিপিএম,আইসি দেবপুর মোঃ   সাজ্জাদ হোসেন ,এসআই নন্দন চন্দ্র সরকার,এএসআই জহিরুল   ইসলামসহ জেলা পুলিশ অন্যান্য সদস্যরা। এসময় অতিরিক্ত পুলিশ সুপার  (সদর সার্কেল) তানভীর সালেহীন ইমন বিপিএম বার বলেন,শুরু থেকেই  পরিবারের সাথে আছে বাংলাদেশ পুলিশ। জসিম আমাদের মাঝে নেই।
তার শুন্যতা বুঝতে না দিয়ে পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম নিজ   উদ্যোগে নিহত জসিমের শিশু সন্তান আব্দুল্লাহর জন্মদিনে ফুলেল বাইসাইকেল ,পোষাক,খেলনাসহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা  হয়। তিনি আরো বলেন,প্রয়াতের পরিবারের পাশে সবসময় জেলা পুলিশ থাকবে।  সংবাদ প্রকাশঃ  ১৪২০২০ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTV NEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ