মনোহরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ পালন

সিটিভি নিউজ।।     মোঃ হুমায়ুন কবির মানিক, কুমিল্লা প্রতিনিধি  জানান ===
মনোহরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কালজয়ী ভাষণের ঐতিহাসিক ৭ মার্চ পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, রচনা, চিত্রাংকন, আবৃত্তিসহ বিভিন্ন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাজিয়া হোসেনের সভাপতিত্বে বঙ্গবন্ধুর জীবনি শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিতির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ফেরদৌস আলম মজুমদারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার আব্দুল কাইয়ুম চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা কুসুম, মনোহরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রিপন বালা, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল আজিজ, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আল আমিন সরদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ উল্লাহ, উপজেলা সমবায় কর্মকর্তা জসিম উদ্দিন, মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায় সেলিম কাদের চৌধুরী, যুগ্ম আহবায়ক রুহুল আমিন প্রমুখ।
এসময় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সেলিম চৌধুরী, মনোহরগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক ও সাবেক সভাপতি মোঃ হুমায়ুন কবির মানিক, যুগ্ম আহবায়ক আব্দুল বাকি মিলন, সাবেক সদস্য সচিব নুরুন্নবী চৌধুরী সেলিম সহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। সংবাদ প্রকাশঃ  ০৮-০৩-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ