কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর ৪৬-তম শাহদাৎ বার্ষিকী পালন

সিটিভি নিউজ।।    দেলোয়ার হোসেন জাকির   সংবাদদাতা জানান === কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর ৪৬-তম শাহদাৎ বার্ষিকী পালন করা হয়েছে। কুমিল্রা জেলা প্রশাসনের আয়োজনে কুমিল্লায় নগর উদ্যানে রবিবার (১৫ আগষ্ট) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করা হয়।
প্রথমে শ্রদ্ধা জানান কুমিল্লা-৬ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার। পরে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহমেদ, এনএসআই কুমিল্লার যুগ্ম-পরিচালক জি এম আলিম উদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান রিয়াল এ্যাডমিরাল (অব:) আবু তাহের, কুমিল্লা সিভিল সার্জন মীর মোবারক হোসেন শ্রদ্ধা জানান। এসময় পুলিশ বাহিনীর একটি চৌকসদল রাষ্ট্রীয় সালাম প্রদর্শন করেন।
পরে লাকসাম রোডস্থ আওয়ামীলীগ অফিস প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন কুমিল্লা সদর সাংসদ। এসময় মহানগর আওয়ামীলীগ সভাপতি ও সদর সাংসদ হাজী আ ক ম বাহাউদ্দীন বাহার, সাধারণ সম্পাদক আরফানুর হক রিফাত, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই বাবলুসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
একে একে নগর উদ্যানে বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধা নিবেদনে পুষ্পস্তবক অর্পণ করেন মহানগর যুবলীগ , স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ। এসময় আরো শ্রদ্ধা নিবেদন করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা, শিক্ষা অধিদপ্তর কুমিল্লা, জেলা তথ্য অফিস, ইন্জিনিয়ার্স ইনিস্টিউট, কুমিল্লা কেন্দ্রীয় কারাগার, বাংলাদেশ গ্রাম পুলিশ, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ সমিতি, কুমিল্লা জেলা আইনজীবী সমিতি, জেলা প্রতিবন্ধি, সরকারি শিশু পরিবার, শহর সমাজ সেবা কার্যালয়, নবাব ফয়জুন্নেচ্ছা উচ্চ বালিকা বিদ্যালয়, কুমিল্লাস্থ চৌদ্দগ্রাম সমিতি, বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাংলাদেশ শিশু একাডেমি কুমিল্লা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লা, জেলা প্রাথমিক শিক্ষা অফিস কুমিল্লা, ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লা, পরিবেশ অধিদপ্তর কুমিল্লা, কুমিল্লা সদর উপজেলা আওয়ামীলীগ, জেলা শিল্পকলা একাডেমি, জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগ, আমরা তারুণ্যের আলো সংগঠনসহ বিভিন্ন সরকারি বেসরকারি ও সামাজিক সংগঠন বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন।

সংবাদ প্রকাশঃ  ১৫২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ