Tuesday, May 14, 2024
spot_img
More
    Home Blog Page 5

    কুমিল্লায় বিদেশি পিস্তলসহ গ্রেফতার ৩

    সিটিভি নিউজ।।    নেকবর হোসেন  কুমিল্লা প্রতিনিধি=============
    কুমিল্লায় বিদেশি পিস্তলসহ তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ৮ মে দিবাগত মধ্যরাতে কুমিল্লায় কোতয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে বিদেশি পিস্তলের পাশাপাশি একটি ম্যাগজিন, ২ রাউন্ড গুলি ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
    গ্রেফতারকৃতরা হচ্ছে- সদর উপজেলার আড়াইওড়া গ্রামের আবদুল আউয়ালের পুত্র মোঃ মোজাম্মেল (২৯), বুড়িচং উপজেলার মোকাম গ্রামের ইয়াছিন মিয়ার পুত্র ওমর ফারুক (৩২) এবং একই এলাকার তাজুল ইসলামের পুত্র শাহপরান ওরফে সোহাগ (৩০)।
    বৃহস্পতিবার (৯ মে) বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান। তিনি জানান, কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশের একটি দল সদর উপজেলার আড়াইওড়া ভোলানগর গ্রামে তল্লাশি চৌকি (চেকপোস্ট) বসায়। এসময় রাস্তার উত্তর পাশ থেকে একটি মোটরসাইকেলে করে তিন ব্যক্তি চেকপোস্টের কাছাকাছি এসে পুলিশের উপস্থিতি দেখে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাৎক্ষণিক তাদেরকে মোটরসাইকেলসহ আটক করা হয়। এসময় তাদের দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তাদের মোটরসাইকেলটিও জব্দ করে পুলিশ।
    কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

    সংবাদ প্রকাশঃ ১১০৫২০২৪ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like>  See More =আরো বিস্তারিত জানতে লিংকে ছবিতে ক্লিক করুন

    মুরাদনগরে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে কিশোর নিহত

    সিটিভি নিউজ।।    মো: মোশাররফ হোসেন মনির, মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা ঃ
    কুমিল্লার মুরাদনগর উপজেলায় বাড়ীর পাশের মাঠে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে সিয়াম (১৩) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
    শনিবার সকাল সাড়ে নয়টার দিকে মুরাদনগর উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের উত্তর ত্রিশ গ্রামে এই ঘটনা ঘটে।
    নিহত কিশোর উত্তর ত্রিশ গ্রামের মো হুমায়ুন মিয়ার ছেলে।
    জানা যায়, শনিবার সকালে বাড়ীর পাশের মাঠে বন্ধুদের সাথে ফুটবল খেলতে যায় সিয়াম। খেলা চলাকালে সাড়ে নয়টার দিকে আচমকা ঝড় বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এসময় বজ্রপাতের কবলে পড়ে কিশোর সিয়াম গুরুতর আহত হয়।
    এসময় সহপাঠীরা তাকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লঅ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে কুমিল্লা মেডিকেলে নেয়ার পথে তার মৃত্যু হয়।
    এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাস চন্দ্র ধর বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে খোঁখবর নেওয়া হচ্ছে।

    সংবাদ প্রকাশঃ ১১০৫২০২৪ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like>  See More =আরো বিস্তারিত জানতে লিংকে ছবিতে ক্লিক করুন

    টেকনাফে ৭০ হাজার ইয়াবাসহ গ্রেফতার

    সিটিভি নিউজ।।    ফরহাদ রহমান   কক্সবাজার  সংবদদাতা জানান===
    র‌্যাব-১৫, কক্সবাজার দায়িত্বপূর্ণ এলাকায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বদ্ধ পরিকর। মাদক কারবারীরা নানাবিধ অভিনব পন্থা অবলম্বনের মাধ্যমে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন জায়গায় মাদক ছড়িয়ে দিচ্ছে। এতে করে দেশের যুব সমাজ মাদকাসক্ত হয়ে বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে পড়ছে। দেশব্যাপী মাদকের বিস্তাররোধে র‌্যাব-১৫ কর্তৃক দায়িত্বাধীন এলাকার বিভিন্ন স্থানে প্রতিনিয়তই মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসছে।
    এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ কাঞ্জরপাড়া এলাকায় কতিপয় ইয়াবা ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে অদ্য ১০ মে ২০২৪ তারিখ বিকাল অনুমান ১৭.৪৫ ঘটিকার সময় র‌্যাব-১৫, সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। র‌্যাবের অভিযানিক দল হোয়াইক্যং ইউনিয়নের ০৫নং ওয়ার্ডের উত্তর কাঞ্জরপাড়া ইউনিয়ন পরিষদের রাস্তার মাথায় পৌঁছানো মাত্রই উক্ত স্থানে অবস্থানরত কতিপয় ইয়াবা ব্যবসায়ী দৌড়ে পলায়নের চেষ্টাকালে একজন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে গ্রেফতারকৃত ব্যক্তির সাথে থাকা কয়েকজন মাদক কারবারী কৌশলে দ্রুত দিক-বিদিক পলায়ন করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত মাদক কারবারীর দেহ ও তার হেফাজতে থাকা একটি প্লাস্টিকের বস্তা তল্লাশী করে ৭০,০০০ (সত্তর হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
    গ্রেফতারকৃত মাদক কারবারীর বিস্তারিত পরিচয়- মোহাম্মদ আব্দুল্লাহ (৩৮), পিতা-মৃত মোহাম্মদ হোছাইন, মাতা-মৃত ছলেমা  খাতুন, সাং-মৌলভী বাজার পূর্বপাড়া, ০২নং ওয়ার্ড, ইউনিয়ন-হ্নীলা, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার বলে জানা যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মোহাম্মদ আব্দুল্লাহ জানায়, র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যাওয়া ব্যক্তিরা তার সহযোগী এবং তাদের সমন্বয়ে সে দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ইয়াবার ব্যবসা করে আসছে। আরো জানা যায় যে, চক্রটি দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নিত্য নতুন অভিনব পন্থা অবলম্বন করে মাদকের রমরমা ব্যবসা চালিয়ে আসছিল। তারা পার্শ্ববর্তী দেশ হতে অবৈধভাবে সীমান্তবর্তী এলাকা দিয়ে মাদকদ্রব্য ইয়াবার বড় বড় চালান বাংলাদেশের অভ্যন্তরে আনায়ন এবং অর্থের বিনিময়ে তা দেশের বিভিন্ন প্রান্তে থাকা মাদক কারবারীদের নিকট নানাবিধ কৌশলী পন্থায় সরবরাহ করতো। অদ্য মাদকদ্রব্য ইয়াবার একটি বড় চালান ক্রয়-বিক্রয় সংক্রান্তে প্রাপ্ত তথ্যানুযায়ী মাদক বিরোধী অভিযানে উপরোল্লিখিত ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মোহাম্মদ আব্দুল্লাহ র‌্যাবের আভিযানিক দলের কাছে ধৃত হয়।
    উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেফতারকৃত এবং পলাতক মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।সংবাদ প্রকাশঃ ১১০৫২০২৪ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like>  See More =আরো বিস্তারিত জানতে লিংকে ছবিতে ক্লিক করুন

    জুয়ার আসর থেকে ৮ জুয়ারিকে আটক করেছে ডিবি পুলিশ

    সিটিভি নিউজ।।     কামরুজ্জামান কানু জামালপুর সংবাদদাতা জানান ==  গোপন সংবাদের ভিত্তিতে জামালপুরের বকশীগঞ্জে পৌর শহরে ডিবি অভিযান চালিয়ে গোয়ালগাও পূর্ব পাড়া জুয়ার আসর থেকে ৮ জুয়ারিকে আটক করেছে ডিবি-২ এর টিম।
    মাদক ও জুয়ার বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা শাখার ডিবি-২ ওসি মোঃ সোহেল রানা।সংবাদ প্রকাশঃ ১১০৫২০২৪ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like>  See More =আরো বিস্তারিত জানতে লিংকে ছবিতে ক্লিক করুন

    ২০৪১ এর স্মার্ট ও উন্নত বাংলাদেশের সূচনা হবে সদর দক্ষিণ উপজেলা থেকে  : আক্তারুজ্জামান রিপন 

    সিটিভি নিউজ।।     এন.সি জুয়েল, কুমিল্লা প্রতিনিধি =========  শুক্রবার (১০ মে)  কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ আক্তারুজ্জামান (রিপন) ৪নং বারপাড়া ইউনিয়ন চেম্বার বাজার এক নির্বাচনী সভায়  এ কথা বলেন। ২য় ধাপে ২১ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচন। ভোটের সময় ঘনিয়ে আসায় এ নির্বাচনের প্রচার-প্রচারণা এখন তুঙ্গে। রিপন এলাকার স্থায়ী বাসিন্দা হওয়ার কারণে এলাকার আবাল-বৃদ্ধ-বনিতা স্রোতের মতো আনারসের দিকে ঝুঁকছে। এ উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন চারজন প্রার্থী। তবে ভোটারদের আলোচনা এবং আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছেন তরুণ শিল্পপতি ও বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আক্তারুজ্জামান রিপন।  তার আনারস মার্কায় ভোট দিয়ে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলাকে স্মার্ট ও আধুনিক রূপে গড়ে তোলার  সুযোগ আহ্বান জানাচ্ছেন তিনি।
    শুক্রবার বিকেলে  বারপাড়া ইউনিয়নের মিছিলে মিছিলে মুখরিত হয় চেম্বার বাজার এলাকা। তরুণ থেকে বৃদ্ধ উপস্থিত ছিলো আনারস প্রতীকের সভায়, যা লোকে লোকারণ্যে হয়ে জনসমুদ্রে পরিনত হয়। এসময় ইঞ্জিনিয়ার মোহাম্মদ আক্তারুজ্জামান রিপন বলেন, সদর দক্ষিণের মানুষ দীর্ঘদিন ধরে সকল প্রকার উন্নয়ন ও সুবিধা বঞ্চিত। সারা দেশে শেখ হাসিনা সরকারের উন্নয়নের জোয়াড় বইলেও কুমিল্লা সদর দক্ষিণে তার ছিটেফোটাও লাগেনি। সদর দক্ষিণের  মানুষ  আজ এতোটাই অবহেলিত যে, ইপিজেড এর বর্জ্যে এই এলাকার মানুষের বসবাস করা অনুপযোগী হয়ে পড়েছে, নষ্ট হচ্ছে ফসলী জমি । যার ফলে কৃষক জমি চাষাবাদের অনুপযোগী হয়ে পড়েছে। ধ্বংসে মুখে এই অঞ্চলের কৃষিজমি, নদী-নালা,খাল-বিল।
    কিন্তু গত ১৫ বছরে যারা ক্ষমতায় ছিল, তাদের আমলে এলাকায় একফোটা উন্নয়নও হয়নি, হয়নি কোনো  সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, হয়নি কোনো নতুন শিক্ষা প্রতিষ্ঠান,অদূরদর্শী, অপরিপক্ক  নেতৃত্বের কারণের এই এলাকার কৃষ্টি কালচার আজ বিলুপ্তির পথে।
    তিনি হুশিয়ারি করে বলেন,  নির্বাচনী এলাকায় যারা হোন্ডা এবং ভাড়া করা গুন্ডা নিয়ে মহরা দিচ্ছেন, আমার নেতাকর্মীদের হুমকি দিচ্ছেন, আপনারা সাবধান হয়ে যান, নতুবা এই এলাকার মানুষ আপনাদের ছাড়বে না। তাছাড়া বহিরাগত যারা এসে এলাকার নির্বাচনী পরিবেশে নষ্ট করছে, তারা অতিদ্রুত এই এলাকা ছাড়ুন। তাছাড়া তিনি সমাবেশে আরো বলেন, আমাকে যদি আপনারা নির্বাচিত করেন, ২০৪১ এর স্মার্ট ও উন্নত বাংলাদেশের সূচনা হবে সদর দক্ষিণ উপজেলা থেকে। এই সদর দক্ষিণ উপজেলায় একটি সরকারি কলেজে করবো, তারই সাথে আমার সদর দক্ষিণ কল্যাণ সোসাইটির ১৭ দফাসহ, যা যা এই উপজেলার জন্য প্রয়োজন তা করবো।  এই এলাকাকে মাদক এবং সন্ত্রাসমুক্ত করবো, ইপিজেডের বর্জ্য আসা বন্ধ করবো, এলাকার ইতিহাস, ঐতিহ্য সম্মুন্নত রেখে শেখ হাসিনা সরকারের স্মার্ট ও উন্নত বাংলাদেশ গড়ার অগ্রযাত্রা সাথে শামিল করবো ইনশাআল্লাহ।
    এদিকে ভোটারদের ভাষ্য- রিপন একজন সু-শিক্ষিত এবং যোগ্য ব্যক্তি। দীর্ঘদিন এলাকা তিনি নিজের জনপ্রিয়তা ধরে রাখতে পেরেছেন । বিশেষ করে সদর দক্ষিণে গত ১২ বছর ধরে সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের মন জয় করতে পেরেছেন তিনি। তাই অন্য প্রার্থীদের তুলনা ভোটার মাঠে তিনি এগিয়ে রয়েছেন। এসময় সভা মঞ্চে আরো উপস্থিত ছিলেন, সাবেক চেয়ারম্যান প্রার্থী তুহিন, মেম্বার কাশেম, বারপাড়া কেন্দ্র সমন্বয়ক খোরশেদ আলমসহ আরো নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সংবাদ প্রকাশঃ ১১০৫২০২৪ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like>  See More =আরো বিস্তারিত জানতে লিংকে ছবিতে ক্লিক করুন

    বকশীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতিকের জন সমাবেশ

    সিটিভি নিউজ।।      কামরুজ্জামান কানু জামালপুর সংবাদদাতা জানান ==   জামালপুরের বকশীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব নজরুল ইসলাম সাত্তার (ঘোড়া ) প্রতিকের এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয় । ১০ মে বকশীগঞ্জ খয়ের উদ্দিন মাদ্রাসা মাঠে। ১০- মে উক্ত নির্বাচনীয় জন সভায় সভাপতিত্ব করেন বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়। নির্বাচনী সভায় বক্তব্য রাখেন(ঘোড়া ) প্রতিকের প্রার্থী মোঃ নজরুল ইসলাম সাত্তার। মনিরুজ্জামান হিটলার,একেএম হান্নান, মারুফ সিদ্দিকী, মনিরুজ্জামান মনির, আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম সওদাগর প্রমুখ । ৭-টি ইউনিয়নের মহিলা ভোটার পুরুষ ভোটার ও একটি পৌরসভার ভোটার বৃন্দ। সকল ভোটারদের মুখে একই শ্লোগান ঘোড়া মার্কার হবে জয় ।

    সংবাদ প্রকাশঃ ১১০৫২০২৪ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like>  See More =আরো বিস্তারিত জানতে লিংকে ছবিতে ক্লিক করুন

    বকশীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪-প্রার্থী ও প্রিজাইডিং অফিসারদের সাথে মতবিনিময়

    সিটিভি নিউজ।।     কামরুজ্জামান কানু জামালপুর   সংবাদদাতা জানান == জামালপুরের বকশীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪-প্রার্থী ও প্রিজাইডিং অফিসারদের সাথে মতবিনিময় সভা। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জামালপুর ও রিটার্নিং অফিসার ও বকশীগঞ্জ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন -২০২৪ । আয়োজনে উপজেলা প্রশাসন বকশীগঞ্জ,গত ১০-মে  বকশীগঞ্জ উপজেলার হলরুমে। প্রধান অতিথি পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শানিয়াজ্জামান , উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার  অহনা জিন্নাত,এ সময় উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ আব্দুল আহাদ খান,এসিল্যান্ড আসমা উল হুসনা, চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব নজরুল ইসলাম সাত্তার, আব্দুর রউফ তালুকদার, আলহাজ্ব শাহীনা বেগম, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ফড়িং সহ
     ভাইস চেয়ারম্যান প্রার্থী চার জন, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ও প্রিজাইডিং অফিসার বৃন্দ।সংবাদ প্রকাশঃ ১১০৫২০২৪ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like>  See More =আরো বিস্তারিত জানতে লিংকে ছবিতে ক্লিক করুন

    কক্সবাজার টেকনাফে র‌্যাব-১৫ অভিযানে ধর্ষণ ও মাদক মামলার দুইজন পলাতক আসামী গ্রেফতার

    সিটিভি নিউজ।।    ফরহাদ রহমান    কক্সবাজার সংবাদদাতা জানান ======
    র‌্যাব-১৫, কক্সবাজার দায়িত্বপূর্ণ এলাকার অপরাধ নির্মূলে প্রতিনিয়ত অবদান রেখে চলেছে। দায়িত্বাধীন এলাকা কক্সবাজার ও বান্দরবান জেলায় হত্যা, ধর্ষণ, জঙ্গী, অবৈধ অস্ত্র উদ্ধার, জলদস্যু, ডাকাত,
    চুরি-ছিনতাই, সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক, অপহরণ ও দেশে বিরাজমান নানাবিধ অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একই সাথে এ সকল অপরাধে দায়েরকৃত মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে।
    এরই ধারাবাহিকতায় নারী ও শিশু মামলা নং ৫৯/২৪, প্রসেস নং ৪২২৯/২২, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ এর ৭/৯(১)/৩০ এবং বাকুলিয়া থানার মামলা নং ১১৩/১৩, জিআর-১১৩/১৩, প্রসেস নং ৩১১/২১ মোতাবেক পৃথক দুটি মামলায় ওয়ারেন্টভুক্ত দুইজন পলাতক আসামী’কে
    গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১৫, কক্সবাজার এর গোয়েন্দা তৎপরতা চলমান থাকে। একপর্যায়ে গত ০৮ মে ২০২৪ তারিখ অনুমান ০২.৩০ ঘটিকার সময় র‌্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়ে কক্সবাজারের টেকনাফ থানাধীন খোনকারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার
    ওয়ারেন্টভুক্ত আসামী শাহজাহান মিয়া (২৭), পিতা-মৃত বদিউর আলম, সাং-কুনকারপাড়া, ৫নং ওয়ার্ড, টেকনাফ সদর ইউনিয়ন, টেকনাফ, কক্সবাজার’কে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও একই তারিখ অনুমান ০৪.৩০ ঘটিকার সময় সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল কক্সবাজারের টেকনাফ থানাধীন দেগিলার বিল এলাকায় পৃথক আরেকটি অভিযান পরিচালনা করে বাকুলিয়া থানায় দায়েরকৃত মাদক
    মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ ইসমাইল (৪৫), পিতা-জহির আহমদ, সাং-দেগিলার বিল, ৫নং ওয়ার্ড, সাবরাং ইউনিয়ন, টেকনাফ, কক্সবাজার’কে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা নিজেদেরকে ওয়ারেন্টভুক্ত আসামী বলে স্বীকার করে এবং আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপনে অবস্থান করে আসছিল মর্মে জানায়।

    গ্রেফতারকৃত আসামীদ্বয় সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।সংবাদ প্রকাশঃ ১০০৫২০২৪ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like>  See More =আরো বিস্তারিত জানতে লিংকে ছবিতে ক্লিক করুন

    বুড়িচং সদর ইউনিয়নের জগতপুরে চেয়ারম্যান পদপ্রার্থী এড রেজাউল করিম খোকনের জন সংযোগ ও পথসভা 

    সিটিভি নিউজ।।    সৌরভ মাহমুদ হারুন সংবাদদাতা জানান ====
    বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত পযন্ত আসন্ন বুড়িচং উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট রেজাউল করিম খোকনের  নির্বাচন উপলক্ষে বুড়িচং সদর ইউনিয়ন এর জগতপুর গ্রামে ব্যপক গন সংযোগ ও  সাধারণ ভোটারদের সঙ্গে কৌশল বিনিময় করে এবং ভোট প্রার্থনা করেন। জাতপুত্র গ্রামের বিভিন্ন শ্রেণি পেশার লোকজনের সঙ্গে মতবিনিময় করেন এবং সব শেষে জগতপুর হাজী মার্কেটে এক পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
    এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট রেজাউল করিম খোকন।
    প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল হাসেম মেম্বার।
    সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসাশী মোঃ বাচ্চু মিয়া এবং পরিচালনা করেন কুমিল্লা দক্ষিণ জেলা  যুবলীগ নেতা মোঃ জালাল উদ্দীন।
    বক্তব্য রাখেন সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মাজেদুল ইসলাম মেম্বার, বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেন, উপজেলা যুবলীগ নেতা হিরো মিজান,  মোঃ মোরাদ হোসেন,  গোলাম  কিবরিয়া,দক্ষিণ  জেলা ছাত্র লীগের সহ-সভাপতি আল আমিন,  শ্রমিক লীগ নেতা তারু মিয়া, সিরাজুল ইসলাম প্রমূখ।

    এসময় প্রধান অতিথি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট রেজাউল করিম খোকন বলেন  আমাকে আপনার ভোট বিজয় করলে  বিগত সময়েও যেমন  পাশে পেয়েছেন এখন ও  আরও  বেশী পাশে পাবেন। অবহেলিত এ জনপদ কে আমি আপনাদের কে পাশে নিয়ে উন্নত জনপদ  হিসেবে গড়ে তুলব। এ অঞ্চল কে কি ভাবে  কি করতে হবে আমি আপনাদে সহযোগিতা নিয়ে করব। তাই আমি আপনাদের ভোট প্রার্থনা করছি আগামী ২৯ মে আমাকে আপনাদের ভোট দিয়ে বিজয় করেলে আমি আপনাদের সকল বিষয়ে বিগত সময়ের মত পাশে থাকবো।সংবাদ প্রকাশঃ ১০০৫২০২৪ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like>  See More =আরো বিস্তারিত জানতে লিংকে ছবিতে ক্লিক করুন

    পত্নীতলায় নব নির্বাচিত চেয়ারম্যানকে সংবর্ধনা দিলেন মুক্তিযোদ্ধা সংসদ 

     সিটিভি নিউজ।।    মোহাম্মদ আককাস আলী :সংবাদদাতা জানান =====৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী নওগাঁর পত্নীতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে শুক্রবার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে আনুষ্ঠানিক ভাবে সংবর্ধনা প্রদান করা হয়।
    উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সাইদুর রহমানের সঞ্চালনায় এবং সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা হুমায়ূন কবির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নব নির্বাচিত তিনবার উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আব্দুল গাফফার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নব নির্বাচিত উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাত, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা বেগম।
    এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সুকুমার চন্দ্র দাস, সন্তোষ কুমার দাস, আবুল কাশেম, ময়েজ উদ্দিন, তমিজ উদ্দিন, আকবর আলী সহ অন্যান্য মুক্তিযোদ্ধাগণ, সূধী জন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নব নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে ফুলের মালা দিয়ে অভিনন্দন জানানো হয়।সংবাদ প্রকাশঃ ১০০৫২০২৪ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like>  See More =আরো বিস্তারিত জানতে লিংকে ছবিতে ক্লিক করুন