সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার ==কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফের রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠীর অপহরণ বাণিজ্য বন্ধ করতে যৌথ বাহিনীর অভিযান পরিচালনাসহ ১২দফা দাবিতে প্রধান উপদেষ্টার বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয় শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষ।
আজ বৃহস্পতিবার দুপুরে টেকনাফ উপজেলার নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মো আদনান চৌধুরী কাছে এ স্মারক লিপি প্রদান করা হয়েছে।এসময় উপস্থিত ছিলেন-হ্নীলা বাজার কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক জহির আহমেদ, হ্নীলা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, হ্নীলা আলফালাহ একাডেমীর উপাধ্যক্ষ মুহাম্মদ রফিক, হ্নীলা আল-ফালাহ একাডেমীর সিনিয়র শিক্ষক সায়েম সিকদার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধি মো সায়েম ও ব্যবসায়ী জলাল উদ্দিন প্রমুখ।
গত এক বছরের বেশি সময় ধরে টেকনাফে ৭৭জন মানুষ অপহরণের শিকার হয়েছেন।এরমধ্যে ৬৭জন মুক্তি পেয়েছেন অপহরণে জড়িত রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠীকে মুক্তিপণ দিয়ে।সর্বশেষ গত সোমবার ১০লাখ টাকা দিয়ে মোহাম্মদ আতিক নামের এক স্থানীয় বাসিন্দা সন্ত্রাসী এ গোষ্ঠীর কাছ থেকে মুক্তি পেয়েছেন।বারবার অপহরণের ঘটনায় টেকনাফ আতঙ্কের জনপদে পরিণত হয়েছে।স্থানীয় বাসিন্দারা পাহাড় ও এর আশপাশে কৃষিকাজ করতে পারছেন না।তেমনি শিক্ষার্থীরাও শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে ভয় পাচ্ছেন।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, অপহরণ বাণিজ্য বন্ধ করতে যৌথ বাহিনীর অভিযানের দাবিতে প্রধান উপদেষ্টার বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয় লোকজন। এ স্মারক লিপিটি জেলা প্রশাসকের মাধ্যমে ও সরাসরি প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হচ্ছে। সংবাদ প্রকাশঃ =০৫-১০-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=