কুমিল্লায় এবার ডিমের বাজারে অস্থির 

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন
সিটিভি নিউজ।।    নেকবর হোসেন   কুমিল্লা প্রতিনিধি
 কুমিল্লায় সেপ্টেম্বরের শেষ থেকেই বাড়তি সবজির দাম। তারপর হুট করেই বেড়ে যায় চালের দামও। দামের ঊর্ধ্বগতির কারণে কুমিল্লার নি¤œআয়ের মানুষের একমাত্র ভরসা ডিম আর ডাল। এবার ডিম আর ডালের দামও বেড়েছে।
আজ সোমবার নগরীর রাণীর বাজার, বাদশা মিয়ার বাজার, রাজগঞ্জ বাজার, টমছমব্রিজ বাজার, নিউমার্কেট বাজার ঘুরে দেখা গেছে, আগের তুলনায় ডিমের দামে লক্ষণীয় পরিবর্তন এসেছে। নতুন করে দাম বেড়েছে প্রায় সব ধরনের ডিমের।
চকবাজার বাজারের ডিম ব্যবসায়ী মন্জিল মিয়া  বলেন, কিছুই বুঝতে পারছি না। ডিমের দামও বেড়ে গেছে। আমাদের কী করার? আমরা যা দিয়ে আনি সেই হিসেবে বিক্রিও করি। ডিম স্টক করে বেশি দামে বিক্রি করা যায় না। কিন্তু এটা ঠিক যে ডিমের চাহিদা আগের তুলনা অনেক বেড়েছে।
তিনি আরও জানান, ব্রয়লার মুরগির ডিমে প্রতি হালি ছিল ৩৬ টাকা ছিল কিন্তু শেষ বার ডিম আনার পর থেকে ৩৮ টাকা করে বিক্রি করতে হচ্ছে। আর দেশি মুরগির ডিম ৫৫ টাকা ছিল এখন ৬০ টাকা বিক্রি করতে হচ্ছে। দেশি হাঁসের ডিমও একই। ৫ টাকা বেড়ে ৬০ টাকা হয়েছে। ফার্মের হাঁসের ডিমেও পরিবর্তন এসেছে। গতসপ্তাহে প্রতি হালি ৫০ টাকা বিক্রি করলেও তা এই সপ্তাহে ৫৫ টাকা।
ডিম কিনতে আসা মোর্শেদা আক্তার বলেন, দেখতে দেখতে সব কিছুর দামই বেড়ে গেলো। আমি একবারে ডিম নেই ২০-২৫ টা করে। ডিমের দামে গতবারের তুলনায় বেশি বেড়ে গেছে। বুঝি না কী হচ্ছে!সংবাদ প্রকাশঃ  ১২১০২০২০ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

Print Friendly, PDF & Email