Saturday, December 21, 2024
spot_img
More

    সাবেক এমপি জাহেরের বিরুদ্ধে প্রথম মামলা।। স্বেচ্ছাসেবকদলের নেতা হত্যায় আসামী আ’লীগের ১১১ জন

    সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন সংবাদদাতা জানান =====
    ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিবেদকঃ
    কুমিল্লা বুড়িচং উপজেলার নিমসার এলাকায় রাজনৈতিক কর্মসুচী পালনকালে ২০২৩ সালে আ’লীগ সমর্থিত নেতা-কর্মীদের হামলায় স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতা জাকির হোসেনের মৃত্যুর ঘটনায় সোমবার দুপুরে কুমিল্লার ২ নং আমলী আদালতে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মনপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য এম.এ জাহেরসহ স্থানীয় আ’লীগ ও এর অঙ্গসংগঠনের ১১১ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
    মামলার বিবরণ সুত্রে জানা যায়, জেলার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার এলাকায় নিমসার-বরুড়া সড়কের প্রবেশ পথে ২০২৩ সালের ৩০ অক্টোবর রাজনৈতিক কর্মসূচি পালনকালে সন্ধ্যা আনুমানিক ৬ টায় সাবেক এমপি এম.এ জাহের, ময়নামতি ইউপি চেয়ারম্যান লালন হায়দার, ভারেল্লা দক্ষিণ ইউপি চেয়ারম্যান মোঃ ওমর ফারুক, মিজানুর রহমান খাঁন,সাবেক জেলা পরিষদ সদস্য তারেক হায়দার এর নির্দেশে অন্যান্য আসামীরা বিএনপি’র উপস্থিত নেতা-কর্মীদের উপর হামলা চালায়। অন্যান্য নেতা-কর্মীরা পালিয়ে প্রান বাঁচাতে পারলেও আসামীরা বুড়িচং মোকাম ইউনিয়নের বিএনপি’র অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেনকে ধাওয়া করে ধরে ফেলে। এসময় ৬ নং আসামী বুড়িচং উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক বাছির খাঁন তাকে লোহার রড দিয়ে,৭ নং আসামী ছাত্রলীগ নেতা শাহাবুদ্দিন সোহাগ,৮ নং আসামী করিম খাঁন রিপন, ৯ নং আসামী মোঃ অরুপর, পাইপ দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। সন্ত্রাসীদেও হামলায় জাকির মাটিতে লুটিয়ে পড়লে ১১ নং আসামী ষোলনল ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন শর্টগান দিয়ে শরীরে একাধিকবার আঘাত করে মৃত্যু নিশ্চিত করে। একই সময়ে অন্যান্য আসামীদের সকলেও লোহার রড,পাইপসহ অন্যান্য দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে তাকে আঘাত করে। এরপর নিহতের লাশ ফেলে চলে গেলে স্থানীয়দের সহযোগীতায় মামলার বাদী বুড়িচং থানাকে বিষয়টি জানালে তারা সহযোগীতা করতে অস্বীকৃতি জানায়। এরপর প্রথমে স্থানীয় ইষ্টার্ণ মেডিকেল ও পরে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সর্বশেষ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পোষ্ট মর্টেমের জন্য নিয়ে গেলেও কারো কাছ থেকে কোন সহযোগীতা পায়নি। পরবর্তীতে রাজনৈতিক প্রভাবসহ প্রাননাশের হুমকীতে মামলা করাও সম্ভব হয়নি। গত ৫ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর অনুকূুল অবস্থার কারণে সোমবার কুমিল্লার ২ নং বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে বুড়িচং উপজেলা সদরের বুড়িচং দক্ষিণ গ্রামের মোঃ হানিফের ছেলে মোঃ মাহফুজ বাদী হয়ে এমপিসহ ১১১ জন নেতা-কর্মীর নামোল্লেখ এবং অজ্ঞাতনামা ৩০/৪০ জনের বিরুদ্ধে মামলা রুজু করেন।
    অন্য আসামীরা হল ১০,মোকাম ইউপি চেয়ারম্যান মোঃ সাহেব আলী, ১২ উপজেলা ছাত্র লীগের সাবেক সহসভাপতি জসিম উদ্দিন,১৩মোবারক হোসেন পারুয়ারা,১৪ মাসুদ মোকাম যুবলীগ সভাপতি,১৫ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জিএমএন জাকারিয়া, ১৬ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মশিউর রহমান খান, ১৭খন্দকার মোতাব্বির আহমেদ জনি, ১৮ শাহীন মিয়া, ১৯ আব্দুল্লাহ আল মামুন আকাবপুর ২০ মিজানুর রহমান আকাবপুর, মোঃ সেলিম মাইজ খার ইউনিয়ন পরিষদর চান্দিনা, ২২ ফারুক আহমেদ গরুচোর, ২৩ আব্দুর রব পারুয়ারা, ২৪ কাউসার ভারেল্লা, ২৫ অলি খান বুড়িচং সদর, ২৬ রেজাউল করিম সোন্দ্রম, ২৭ কামরুল হাসান গাজীপুর, ২৮ জামাল হোসেন জগতপুর ২৯ ময়নাল হোসেন গাজীপুর ৩০ মোঃ আতিক জগতপুর, ৩১ জসিম উদ্দিন কোরপাই, ৩২ অলি উল্লাহ সিন্দূরিয়া পাড়া ৩৩ কামাল হোসেন ৩৪ আব্দুল মালেক ৩৫ মহসিন গাজীপুর , ৩৬মাহাবুব আলম দার্গাপুর, ৩৭ আবুল কালাম মাইজখার ইউনিয়ন চান্দিনা, ৩৮ মুক্তার হোসেন আদর্শ সদর, ৩৯ জসিম উদ্দিন, ৪০ মোঃ গোলাম মোস্তফা শিকারপুর ৪১ জিলানী মোকাম ৪২ মোঃ ইমন মহিষ মারা,৪৩ জয়নাল আবেদীন খাড়াতাইয়া,৪৪ মোঃ রাসেল নয়া কামতা,৪৫ আবু মিয়া কোরপাই, ৪৬ সিরাজুল ইসলাম ৪৭ আবুল কাসেম ৪৮ মাহাবুব আলম ৪৯ মুরগী মোবারক আগানগর, ৫০ মোঃ মিজান জগতপুর , ৫১ গিয়াস উদ্দিন বুড়িচং সদর , ৫২ নাজমুল হাসান খাড়াতাইয়া ৫৩ মিজানুর রহমান কালিকা পুর, ৫৪ মোঃ রুহুল আমিন গাজীপুর, ৫৫ মোঃ আব্দুল খালেক ৫৬ মো ঃ শাহজাহান ৫৭ মোঃ অপু গাজীপুর ৫৮ মোঃ ইউনুস মিয়া পশ্চিম সিংহ, ৫৯ শাহজাহান দয়ারামপুর, ৬০ নাসির উদ্দীন বুড়িচং সদর, ৬১ মামুস মিয়া কংশনগর, ৬২ মোঃ হাফেজ মোকাম ৬৩ সাইফুল ইসলাম ৬৪ মেহেদী হাসান জগতপুর পশ্চিম পাড়া,৬৫ তানভীর জগতপুর, ৬৬ াশাহ আওরঙ্গ জেব সম্রাট নয়মতলা ৬৭ আবুল হাসেন খাড়াতাইয়া , ৬৮ মোঃ হাসান ছোট হরিপুর , ৬৯ ফখরুল ইসলাম আজ্ঞা পুর, ৭০ মোঃ জামালুল কবির মেম্বার আজ্ঞা পুর, ৭১ আরিফুল ইসলাম খাড়াতাইয়া, ৭২ মোঃ হারুন ময়নামতি, ৭৩ মোঃ সুজন ময়নামতি,৭৪ ইউসুফ রামপুর ৭৫ পারভীন আক্তার রামপুর, ৭৬ নজরুল ইসলাম জামাই নজরুল রামপুর ৭৭ মনির হোসেন জিয়াপুর ৭৮ মোঃ ভুট্ট ফরিজপুর, ৭৯ আলিফ রায়হান হামিদ পশ্চিম সিংহ,৮০ ফারুক মেম্বার পশ্চিম সিংহ, ৮১ মোঃ রিপন রামপুর, ৮২ নজরুল ইসলাম রামপুর ৮৩ মোঃ সুমন ভূইয়া জগতপুর, ৮৪ মোশাররফ হোসেন আলিফ ব্রাহ্মণপাড়া, ৮৫ ফারুক আহমেদ খোদাইধূলী ৮৬ রবিউল খান জামতলা, ৮৭ মোঃ মোহসিন হোসেন ব্রাহ্মণপাড়া, ৮৮ এরশাদ মিয়া মহিষমারা, ৮৯ গোফরান খাড়াতাইয়া, ৯০ শাহ আলম খাড়াতাইয়া ৯১ মোঃ বাদল পয়াত, ৯২ মোঃ জাকির হোসেন ইছাপুরা, ৯৩ মজিবুর রহমান ৯৪ রবিউল হাসান সাদকপুর, ৯৫ বাচ্চু কেরানী জগতপুর, ৯৬ আবুল কাসেম পাইকোঠা, ৯৭ কামাল হোসেন আজ্ঞা পুর ৯৮ আব্দুল করিম পিতাম্বর ৯৯ মোঃ লিটন আনন্দ পুর, ১০০ কাজী আনোয়ার হোসেন খায়রুল ব্রাহ্মণপাড়া, ১০১ দেলোয়ার হোসেন বাচ্চু ১০২ হাসেম মেম্বার, ১০৩ আব্দুল জলিল ১০৪ জাকির হোসেন ১০৫ মোঃ রেজাউল জগতপুর ১০৬ আবুল কালাম রাজার খোলা সদর দক্ষিণ, ১০৭ সাদ্দাম খান শংকুচাইল, ১০৮ শাহপরান মানজন আজ্ঞা পুর, ১০৯ মোঃ অর্নব মোকাম ১১০ মোঃ রাসেল চৌধুরী লোহাই মুরি বুড়িচং কুমিল্লা।
    সংবাদ প্রকাশঃ =০৯-৯-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=

    আরো সংবাদ পড়ুন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    Google search engine

    সর্বশেষ সংবাদ

    Recent Comments