মোঃ অপু খান চৌধুরী।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সদর থেকে থানা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশ করার একমাত্র সড়কটির বেহাল দশা। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে হাজার হাজার মানুষের। সড়কটি দিয়ে প্রতিদিন প্রায় কয়েক হাজার যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে। বন্যায় সড়কটির সব অংশে পানি চলেগেলেও
দীর্ঘ ভূমি গ্রামের একটি অংশে ১০০ ফুট জায়গা পানির নিচে তলিয়ে আছে। ভাঙ্গা এই অংশটিতে প্রায় দুই থেকে তিন ফুট গভীর। ত্রাণের গাড়িসহ বিভিন্ন বড় বড় ট্রাক চলাচলের কারণে সড়কটি আরো গভীর হচ্ছে। এতে সড়কটি দিয়ে যান চলাচলাচল একেবারে বন্ধ হওয়ার উপক্রম হচ্ছে।
প্রতিদিন এই রাস্তা দিয়ে মহালক্ষী পাড়া, গোপালনগর, দুলালপুর, বালিনা, শিদলাই, বেজুরা, দীর্ঘ ভূমিসহ প্রায় ৮-১০ টি গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে। এছাড়া উপজেলার হইতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাহ্মণপাড়া থানা তে যাওয়ার একমাত্র রাস্তা এটি। এতে দূর দূরান্ত থেকে রোগীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে গিয়ে দুর্ভোগ পেতে হচ্ছে।
অত্র এলাকার সাধারণ মানুষের দাবি, রাস্তাটিতে যদি কিছু সংখ্যক ইট ও বালি দেওয়া হয় তাহলে মানুষের চলাচলের জন্য কিছুটা উপকার হবে। সংবাদ প্রকাশঃ =০৩-৯-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=