আড়াইহাজার পৌর সভা নির্বাচনে সিসি ক্যামেরা স্থাপনের জন্য স্বতন্ত্র তিন প্রার্থীর সিইসির কাছে আবেদন

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

সিটিভি নিউজ, এম আর কামাল, নারায়ণগঞ্জ থেকে জানান : নারায়ণগঞ্জে আড়াইহাজার পৌরসভা নির্বাচনের সব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ মনিটরিং জোরদার করার দাবি জানিয়ে স্বতন্ত্র তিন মেয়র প্রার্থী। তারা প্রধান নির্বাচন কমিশনারের দপ্তরে আবেদন করেছেন। বুধবার (৩১ মে) আড়াইহাজার পৌর সভা নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের দপ্তরে তিন প্রার্থীর তাদের সমর্থকরা এই আবেদনপত্র জমা দিয়েছেন।
আবেদনে বলা হয়েছে, আড়াইহাজার পৌরসভার নির্বাচনে সাবেক মেয়র হাবিবুর রহমান (জগ), উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য মামুন অর রশীদ (মোবাইল) ও পৌর আওয়ামী লীগের সভাপতি মেহের আলী মোল্লা (নারিকেল গাছ) প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করছেন।
আগামী ১২ জুন অনুষ্ঠিতব্য আড়াইহাজার পৌরসভা নির্বাচন ইভিএমে অনুষ্ঠিত হবে। সরকার সুষ্ঠু নির্বাচন করতে বদ্ধ পরিচর। তাই তারা ইভিএমের সাথে পৌরসভার এগারোটি কেন্দ্রের প্রতিটি বুথে সি সি ক্যামেরা স্থাপনের লিখিত আবেদন করেছেন।
আড়াইহাজার পৌর সভার সহকারী রিটার্নিং অফিসার আঃ কাদিও বলেন, কমিশন নির্দেশ দিলে আমরা ব্যবস্থা নিব।

সংবাদ প্রকাশঃ ০১০৬২০২৩ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like>  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

Print Friendly, PDF & Email