ব্রাহ্মণপাড়ায় দুর্নীতি দমন কমিশনের বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষাসামগ্রী বিতরণ

সিটিভি নিউজ।।   মোঃ অপু খান চৌধুরী।।সংবাদদাতা জানান ===
দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে প্রাপ্ত মাধ্যমিক পর্য্যায়ে নির্ধারিত বিদ্যালয়ে শিক্ষাসামগ্রী কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন স্কুলে বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ আবু তাহের মাষ্টার এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিক্ষাসামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোহেল রানা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহম্মদ। উপস্থিত ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ খলিল উদ্দিন আখন্দ, সদস্য মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার নুরুল ইসলাম, আওলাদ হোসেন মাষ্টার ও মোসাঃ শাহেনারা বেগমসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দরা। জানা যায়, দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে প্রাপ্ত মাধ্যমিক পর্য্যায়ে নির্ধারিত ১০টি বিদ্যালয়ে এই শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।সংবাদ প্রকাশঃ ০৮০২২০২৩ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ