বুড়িচংয়ে  মোকাম, ময়নামতি ও ভারেল্লা উত্তর  পারিবারিক কলহের জের ধরে একদিনে ৩ জনের আত্মহত্যা

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন
সিটিভি নিউজ।।   সৌরভ মাহমুদ হারুন  সংবাদদাতা জানান ====
কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি, মোকাম ও  ভারেল্লা উত্তর  ইউনিয়নের তিন ইউনিয়নে পারিবারিক কলহের জের ধরে  একদিনে কিটনাশক পান ও গলায় ফাঁস দিয়ে ৩ জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে  । যার মধ্যে এক জন নারী ও ২ জন পুরুষ।
বুড়িচং থানার উপ পরিদর্শক (এস আই) রুহুল আমিন জানান, উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের কুসুমপুর গ্রামের মৃত মাজু মিয়ার ছেলে আজিজ মিয়া (৫৬) মঙ্গলবার ভোররাতে কিটনাশক পান করে অসুস্থ হয়ে যায়। পরে তাকে  কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। বাড়ীর লোকজন তাকে হাসপাতাল থেকে বাড়ী নিয়ে আসলে সকালে দেবপুর ফাঁড়ি পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
এদিকে উপজেলার ময়নামতি ইউনিয়নের রামপাল এলাকার নুরু মেম্বারের বাড়ী দেলোয়ার হোসের স্ত্রী মোসাম্মৎ তাসলিমা আক্তার (৩৪) পারিবারিক কলহের জের ধরে নিজের ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। বেলা ১২ টায় পুলিশ মরদেহ উদ্ধার করে।
এছাড়া গত রবিবার উপজেলার মোকাম ইউনিয়নের আবিদপুর গ্রামের আবু ইউসুফ মিয়ার ছেলে কামরুল হাসান টিপু (৩০) কিটনাশক পান করে অসুস্থ হয়। পরে মঙ্গলবার ভোর ৪ টায় ঢাকা এবার কেয়ার হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইসমাইল হোসেন জানান, এ ঘটনায় বুড়িচং থানায় পৃথক ৩ টি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।সংবাদ প্রকাশঃ ০৭০২২০২৩ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

Print Friendly, PDF & Email