ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে একাদশ শ্রেণির বরণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত।।

সিটিভি নিউজ।।   নিজস্ব সংবাদদাতা:===
নিয়মিত কলেজে উপস্থিতি ও দৈনন্দিন পাঠক্রম সম্পন্ন করলেই পরীক্ষায় ভাল ফলাফল করা সম্ভব। লেখা পড়ায় ভালভাবে মনোনিবেশ না করলে জীবনে সাফল্য অর্জন করা যায় না। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্র-ছাত্রীদের পড়াশুনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশ গ্রহণ করে অভিজ্ঞতা অর্জন করে মানুষের মত মানুষ হয়ে নিজকে দেশ গড়ার কাজে অগ্রণী ভূমিকা রাখতে হবে, কলেজের যাবতীয় নিয়ম কানুন মেনে চলতে হবে। একাদশ শ্রেণির নবীণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র ও কলেজ পরিচালনা পর্ষদ সদস্য মো: আরফানুল হক রিফাত এ কথা বলেন এবং তিনি মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য ভাষা সৈনিক অজিত গুহের সম্মানে সিটি কর্পোরেশন মেধা বৃত্তি প্রদানের ঘোষণা দেন। গতকাল বেলা১১টায় কলেজ মিলনায়তনে একাদশ শ্রেণির নবীণ শিক্ষার্থীদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রারম্ভে বি.এন.সি.সি ক্যাডেটবৃন্দ প্রধান অতিথি, বিশেষ অতিথি, অধ্যক্ষ ও উপাধ্যক্ষকে সালাম প্রদান করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কলেজের সাবেক অধ্যক্ষ ও কলেজ পরিচালনা পর্ষদের সদস্য হাসান ইমাম মজুমদার তিনি তার বক্তব্যে বলেন, ‘হাসান ইমাম মজুমদার ডিগ্রি-অনার্স বৃত্তি’র পাশাপাশি উচ্চমাধ্যমিক মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য প্রতি বছর ৫০,০০০/- টাকা বৃত্তি দেয়ার ঘোষণা দেন। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক কাজী আবুল বাসার।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোওয়াত করেন দ্বাদশ শ্রেণির ছাত্র জাহিদ হাসান দিপু এবং গীতা পাঠ করেন সৌরভী পাল। নবীণ শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান কলেজের শিক্ষক/শিক্ষিকাবৃন্দ এবং বি.এন.সি.সি ক্যাডেট ও রোভার সদস্যবৃন্দ। দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের পক্ষে সুমাইয়া আক্তার, কলেজ ছাত্রলীগের পক্ষে মো: নাঈম এবং নবীন ছাত্র-ছাত্রীদের পক্ষে তাসলিমা আক্তার সুমাইয়া  বক্তব্য রাখেন। কলেজের নবীন ছাত্র-ছাত্রীদের ডিজিটাল আইডি কার্ড প্রদান করার পর বায়োমেট্রিক হাজিরা দিয়ে কলেজে প্রবেশ করে  উচ্ছ্বাস প্রকাশ করে।  সভায় সভাপতির বক্তব্য রাখেন কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো: শরিফুল ইসলাম। এছাড়াও সভায় দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মোঃ মোস্তাক আহমদ এবং শিক্ষক পরিষদ সম্পাদক অধ্যাপক কামরুর রশিদ।  সমগ্র অনুষ্ঠান উপস্থাপনা করেন নবীন পরিচিতি সভার আহবায়ক অধ্যাপক মোঃ আবু জাহেদ।  সবশেষে কুমিল্লাৱ স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে  মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।সংবাদ প্রকাশঃ ০১০২২০২৩ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ