কুমিল্লায় সেভ দ্যা হিউমিনিটি র উদ্যোগে  ১০০জন দৃষ্টিজয়ীদের মধ্যে শীতবস্ত্র,কম্বল,খাদ্যসামগ্রী বিতরণ

সিটিভি নিউজ।। কুমিল্লায় সেভ দ্যা হিউমিনিটি র উদ্যোগে  ১০০জন দৃষ্টিজয়ীদের মধ্যে শীতবস্ত্র,কম্বল,খাদ্যসামগ্রী ও নগদটাকা বিতরণ করা হয়েছে। গত ২১ জানুয়ারী সকালে কুমিল্লা টাউনহল মুক্তিযুদ্ধ কর্ণারে  এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  সেভ দ্যা হিউমিনিটি র সভাপতি এডভোকেট বদিউল আলম সুজন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ঔয়ধ প্রশাসন অধিদপ্তরের সাবেক মহা পরিচালক মেজর জেনারেল অবঃ মোঃ মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশেষ অতিথি কুমিল্লা বার্ডের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ড, মাসুদুল হক। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মাহাবুবুর রহমান,কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট শরীফুল ইসলাম,স্পেশাল পিপি এডভোকেট আবদুল হামিদ মানিক,স্পেশাল পিপি এডভোকেট নিগার সুলতানা, সেভ দ্যা হিউমিনিটি  র  মহানগর সমন্বয়ক এডভোকেট মনির হোসেন পাটোয়ারী, অন্ধ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, সাংবাদিক শাহাজাদা এমরান, ইবরাহিম খলিল, সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি ওমর ফারুকী তাপস। অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান বলেন, সমাজের স্বাবলম্বী মানুষরা যদি অসহায় মানুষের প্রতি তাদের সহযোগিতার হাত বাড়ায় তাহলে মানুষের মাঝে বৈষম্য কমে আসবে। আর এতে ভেদাভেদও দূর হবে। সুবিধাবঞ্চিত মানুষের জীবনে হাসি ফোটাতে সকলের প্রতি মানবিক দৃষ্টি নিয়ে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। সেইভ দ্যা হিউমিনিট সামাজিক ও মানবিক দায়িত্ববোধ থেকে (দৃষ্টি প্রতিবন্ধীদের পাশে দাঁড়িয়ে প্রশংসনীয় কাজ করেছে।

পরে অতিথিরা দৃষ্টিহীনদের মধ্যে কম্বল,খাদ্য সামগ্রী ও নগদ টাকা বিতরণ করেন। (ভিডিও দেখুন)

 সংবাদ প্রকাশঃ ২১০১২০২৩ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)