ঝিনাইদহের বামনাইল গ্রামের পাকা রাস্তাটি এখন কাচা !

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

সিটিভি নিউজ।।  মানিক ঘোষ নিজস্ব প্রতিনিধি জানান == এলজিইডির অর্থায়নে সুন্দর একটি রাস্তা সর্পিল গতিতে মিশেছে গ্রামে। নয়নাভিরাম রাস্তার দুই পাশে মাঠ। বুনো গাছপালায় ছেয়ে আছে পাকা রাস্তা। অথচ দেখে বোঝার উপায় নেই রাস্তাটি পাকা। কাদা পানিতে একাকার। অহরহ ঘটছে দুর্ঘটনা। ট্রাক্টর দিয়ে মাটি টানার ফলে পিচের রাস্তা পরিণত হয়েছে কাদায়। ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়নের বামনাইল গ্রামে এমন একটি রাস্তার সন্ধান মিলেছে। চটকাবাড়িয়া গ্রামের মাটি বিক্রেতা জনৈক জাহিদ ট্রাক্টর দিয়ে মাটি বিক্রি করছে। মাটি নিয়ে পাকা রাস্তায় ওঠার সময় সাইট ভেঙ্গে যাচ্ছে। অথচ কেও প্রতিবাদ করছে না। দীর্ঘদিন ধরেই জাহিদ এই অবৈধ মাটি বিক্রির সাথে জড়িত। গ্রামবাসির ভাষ্যমতে মাটি টানার ফলে সামান্য বৃষ্টি হলেই রাস্তায় চলাচল করা ঝুকিপুর্ন হয়ে উঠেছে। অহরহ দুর্ঘটনায় মানুষ পঙ্গুত্ব বরণ করলেও কারো কোন মাথা ব্যাথা নেই। এ ব্যাপারে ফুরসিন্দ ইউনিয়নের চেয়ারম্যান ও স্থানীয় ভুমি অফিসের কর্মকর্তারা হাত গুটিয়ে বসে আছেন। এলাকাবাসি জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষন করে ভ্রাম্যমান আদালত বসিয়ে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন। সংবাদ প্রকাশঃ  ১০-৬-২০২০ইং । (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTV NEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন।  CTVNEWS24  See More সিটিভি নিউজ।। =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন

Print Friendly, PDF & Email