বীরগঞ্জে আন্তজাতিক স্বাক্ষরতা দিবসে ৭ জন আদিবাসী শিক্ষার্থীদের মাঝে ৮৪ হাজার টাকা উপবৃত্তি প্রদান

সিটিভি নিউজ ।।   এন.আই.মিলন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি- দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তজাতিক স্বাক্ষরতা দিবস পালিতো হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ডালিম সরকার এর সভাপতিত্বে মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম।
উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ এর সমন্নয়তায় বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা ইউআরসি ইসট্রাক্টর মোস্তাকিমা খানম, বীরগঞ্জ পৌর কাউন্সিলর আব্দুল্লা আল হাবিব মামুন।
এসময় অন্যন্যাদের মধ্যে সহকারী শিক্ষা অফিসার পরিতোষ চন্দ্র রায় এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সহকারী শিক্ষা অফিসার মনিরুজ্জামান। সহকারী শিক্ষা অফিসার মোঃ এনামুল হক, শিক্ষক সমিতির নেতা গোলাম মোস্তফা, মোঃ আহসান হাবীব লাবু, প্রধান শিক্ষক মোঃ শরিফুল ইসলাম, সাংবাদিক মোঃ আবেদ আলী, মোঃ সিদ্দিক হোসেন, দিনাজপুর রিজিওন আর.ডি.আর.এস বাংলাদেশের ভারপ্রাপ্ত সমন্বয়কারী মোঃ সাহাদুল হক, বীরগঞ্জ আর.ডি.আর.এস বাংলাদেশের বীরগঞ্জ উপজেলা এলাকা ব্যবস্থাপক মোঃ মাঈদুল ইসলাম বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম আর.ডি.আর.এস বাংলাদেশের সহযোগীতায় ৭ জন আদিবাসী শিক্ষার্থীদের মাঝে ৮৪ হাজার টাকা উপবৃত্তি প্রদান করেন ।

সংবাদ প্রকাশঃ  ৮২০২০ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ