কুমিল্লা স্টেডিয়ামে জাতীয় যুব হকি প্রতিযোগিতার উদ্বোধন শুক্রবার

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

সিটিভি নিউজ।।    সংবাদদাতা জানান ====কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শুক্রবার (১৪ অক্টোবর) থেকে তিন দিনব্যাপী আল-আরাফাহ ইসলামী ব্যাংক ২৭তম জাতীয় যুব হকি প্রতিযোগিতা শুরু হবে। এতে কুমিল্লা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, লক্ষ্মীপুর ও চাঁদপুর জেলা দল অংশ নেবে। বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। পৃষ্ঠপোষকতায় থাকবে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড।
শুক্রবার বিকেল তিনটায় কুমিল্লা জেলা ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করবেন। বিশেষ অতিথি থাকবেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি কুমিল্লা পুলিশ সুপার আবদুল মান্নান, বাংলাদেশ হকি ফেডারেশনের সহ-সভাপতি ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান জাকি আহম্মেদ রিপন, বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ এবং আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এফএডিপি এন্ড ম্যানেজার মাজহারুল ইসলাম চৌধুরী। উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করবেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন।
প্রতিযোগিতা উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১২টায় কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার হল রুমে প্রেস ব্রিফিং করেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন। তিনি আয়োজনের বিস্তারিত তুলে ধরেন। উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সহ সাধারণ সম্পাদক খায়রুল আলম সোহাগ, যুগ্ম সাধারন সম্পাদক বাদল খন্দকার, হকি ফেডারেশনের প্রতিনিধি সুলতান শাহরিয়ার, সদস্য মোজাহার হোসেন সেন্টু সদস্য দেলোয়ার হোসেন জাকির।    সংবাদ প্রকাশঃ  ১৩-১০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

Print Friendly, PDF & Email