অভিনব কায়দায় স্টিলের দরজার ভেতরে বক্স বানিয়ে পাচারকালে  বুড়িচং থানা পুলিশের অভিযানে ১৬ কেজি  গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

সিটিভি নিউজ।।   সৌরভ মাহমুদ হারুন বুড়িচং  সংবাদদাতা জানান ====সম্পূর্ণ অভিনব কায়দায় বিশেষ ভাবে রক্ষিত স্টিলের  দরজার ভেতরে বক্স বানিয়ে গাঁজা পাচারকালে কুমিল্লার বুড়িচং থানা পুলিশের অভিযানে ১৬  কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুড়িচং থানার অফিসার ইনচার্জ  মো. মারুফ রহমান জানান- থানার এসআই আবদুল আজিজ সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল ৪ অক্টোবর  বেলা ১২ ঘটিকার সময় বুড়িচং সদর ইউনিয়নের পূর্ণমতি সাকিনস্থ জনৈক গরু ব্যবসায়ী শের   আলীল বাড়ির সামনে পাড়া সড়কের মাথায় চেক পোস্ট   বসিয়ে গাড়ী তল্লাশী করে আসছিল। চেকপোস্ট  ডিউটি পালনকালীন সময়ে একটি ব্যাটারী চালিত অটো বাইককে সিগন্যাল দিয়ে থামায়। পুলিশ অটোর ছাদে রাখা অভিনব কায়দায় স্টিলের দরজার ভেতরে কেটে ২ কেজি করে ৮ টি গাঁজার বক্সে ১৬ কেজি গাঁজাসহ অভিযুক্ত কিশোর চালককে আটক করে। অভিযুক্ত কিশোর নয়ন (১৪) সে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেরার দক্ষিণ তেতঁাভুমি গ্রামের সিএনজি চালক পিতা জয়দল হোসেন মাতা স্বপ্না বেগমের ছেলে। ব্যাটারী চালিত অটো বাইকটিকে উদ্ধার পূর্বক এ বিষয়ে যথাযথ আইনী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্টিলের দরজা বানিয়ে তার উপর নকশার কারুকাজ করে দুই দিক বন্ধ করে ভেতর করে গাঁজা পাচারের ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। উল্লেখ্য, এর আগে গত বছর এমন দিনে লড়িবাগে সিমেন্টের তৈরী পিলারে করে গাজঁারের   বিষয়টি ও ব্যাপক আলোচিত হয়েছিল।
ক্যাপশন:
 অভিনব কায়দায় স্টিলের দরজার ভেতর করে গাঁজা পাচারকালে বুড়িচং থানা পুলিশের অভিযানে ১৬ কেজি গঁাজাসহ এক কিশোর মাদক ব্যবসায়ী আটক। পাশে স্টিলের দরজা। ছবি: বুড়িচং   প্রতিনিধি।সংবাদ প্রকাশঃ  ০৫-১০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ