সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন নিজস্ব প্রতিবদক ============== কুমিল্লার বুড়িচংউপজেলার বিভিন্ন স্থানে গত ৫ আগস্ট দিবাগত রাত ১ টায় রাজাপুর ইউনিয়নের চড়ানল ইসলামিয়া ইউনুছিয়া হাফেজীয়া মাদ্রাসা ও এতিমখানায় অজ্ঞাতনামা দূর্বৃত্তরা একই মাদ্রাসার মাহতামীম হাফেজ মাও. মুফতি সালিম রজার শয়নকক্ষে ও দক্ষিণ পাশে মসজিদের দক্ষিণাংশের রুমে অগ্নিকাণ্ড সংযোগ করে বলে অভিযোগ পাওয়া গেছে। মুহুর্তেই আগুনের লেলিহান শিখা সমস্ত রুমে ছড়িয়ে পড়ে এবং রুমে থাকা ছাত্রদের প্রায় ৫০ সেট জামাকাপড়, আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়। এলাকাবাসী খবর পেয়ে আগুন নিভাতে সক্ষম হলে ও এতে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে দাবী করছেন। অগিকান্ডের স্থল পরিদর্শন করেন চড়ানল ইসলামিয়া ইউনুছিয়া হাফেজীয়া মাদ্রাসা ও এতিমখানার সহ-সভাপতি সিরাজুল ইসলাম খান, ক্যাশিয়ার কবির হােসন মাস্টার, মাে. সাজ্জাদ হােসন মাস্টার, ইস্রাফিল মাস্টার, সাবেক মেম্বার মাে. ফুল মিয়া ও আব্দুল ওয়াদুদ মিয়া। উল্লেখ্য, এতে প্রায় ২০০ জন ছাত্র শ্রেনীতে এসে পবিত্র কােরআন শিক্ষা করছে।
এদিকে, বুড়িচং উপজলার বাকশীমুল ইউনিয়নর আনদপুর গ্রামের বীরমুক্তিযাদ্ধা মৃত. আবুল হাসেম এর সÍান কুমিল্লা আর্টস এন্ড ক্রাফটস এর স্বত্ত্বাধিকারী শাহ জামাল (কুটির শিল্পী) নির্মিত বীর নিবাসে হামলা চালায় এক দল দূর্বৃত্তরা । এসময়ে তারা বাহির থেকে ইট পাটকেল ছুড়ে মারে বঙ্গবন্ধুর ছবি,কাচের গ্লাস, জানালার গ্রীল ও পার্শ্ববর্তী মাটির ঘর কুপিয় ব্যাপক ক্ষতি সাধণ করে
ক্যাপশনঃ বুড়িচং চড়ানলে ইসলামিয়া ইউনুছিয়া হাফেজীয়া মাদ্রাসা ও এতিমখানায় অগিকান্ডে ক্ষতির দৃশ্য ও পাশে আনদপুর বীর নিবাসে ভাংচুরের দৃশ্য। সংবাদ প্রকাশঃ =০৭-৮-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=