মাদক প্রতিরোধে ভারত সীমান্তবর্তী এলাকা পরিদর্শন করেন ইউএনও হালিমা খাতুন

সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ   বুড়িচং প্রতিনিধি জানান ====
মাদক প্রতিরোধে বুড়িচং উপজেলার ১ নং
রাজাপুর ইউনিয়নের ভারত সীমান্তবর্তী এলাকা
চড়ানল, ধারেশ্বর, নবীয়াবাদ, শাওরাতলী এলাকা
গতকাল পরিদর্শন করেন বুড়িচং উপজেলা
নির্বাহী অফিসার হালিমা খাতুন। মাদকের
কড়াল গ্রাসে যুব সমাজ আজ দিশেহারা। তথ্য
প্রযুক্তির এ যুগে পরিবহন সুবিধা থাকায়
যুব সমাজের একটা বিরাট অংশ মাদকের সাথে
কোন না কোন ভাবে সম্পৃক্ত হচ্ছে। যা দেশ তথা
আমাদের সমাজের জন্য মোটেই কল্যানকর নয়।
মাদকের এ কড়াল গ্রাস থেকে যুব সমাজকে রক্ষা
করতে বুড়িচং ইউএনও সীমান্তের সীমানা
পিলার পর্যন্ত যান এবং সেখানের বিভিন্ন দিক
পরিদর্শন করেন। বিজিবিসহ আইন শৃংখলা
অন্যান্য বাহিনীর সাথে ও তিনি কথা বলেন।
এছাড়া, তিনি মাদক বিষয়ক গণসচেতনার
লক্ষ্যে নবীয়াবাদ গাউছিয়া জামে মসজিদের
প্রাঙ্গনে এক আলোচনা সভায় যোগদান করেন।
এসময় উপস্থিত উপস্থিত ছিলেন সহকারি
কমিশনার (ভুমি) মো. ছামিউল ইসলাম,
উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইঞ্জি. আল
আমিন, এড. আ.হ. ম তাইফুর আলম, এড.
শামিম খান, চেয়ারম্যান আবুল কাশেমসহ
সুশীল সমাজের নেতৃবৃন্দ। সভায় অন্যান্য বক্তারা
মাদকের বিভিন্ন ভয়াবহ দিক নিয়ে ব্যাপক
আলোচনা করেন।
সৌরভ মাহমুদ হারুন
বুড়িচং কুমিল্লা
ই-মেইলে ছবি আছে
ক্যাপশন:
মাদক প্রতিরোধে বুড়িচংয়ের নবীয়াবাদ
বাংলাদেশ ভারত সীমান্তের বিভিন্ন দিক
পরিদর্শন শেষে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন
ইউএনও হালিমা খাতুন।

সংবাদ প্রকাশঃ  ০৮-০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ