কুমিল্লায় পূজামণ্ডপে সহিংসতা,  ঘটনায় আরও একজন গ্রেপ্তার

সিটিভি নিউজ।।     নেকবর হোসেন   কুমিল্লা প্রতিনিধি ====
কুমিল্লায় পূজামণ্ডপে কোরআন রাখা ও এর জেরে সহিংসতার ঘটনায় আবাদ আলী নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে কোতয়ালি মডেল থানার পুলিশ। ৩৮ বছর বয়সী আবাদ কুমিল্লা নগরীর মোগলটুলী এলাকার মৃত দুদু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় মাদক ও চুরির একাধিক মামলা রয়েছে।
সোমবার বিকেলে আবাদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পরে সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর।
পুলিশ জানিয়েছে, ২০১৮ সালে মাদক ও ২০০৭ চুরির ঘটনায় আবাদের বিরুদ্ধে মামলা হয়েছিল।
স্থানীয়রা জানান, মোগলটুলী ও গাংচর এলাকায় চুরি, মাদক, চাঁদাবাজিসহ এমন কোনো অপরাধ নেই যা আবাদ করেননি। নতুন বাড়ি তৈরি করতে গেলেও আবাদ তার সাঙ্গপাঙ্গদের নিয়ে চাঁদা দাবি করতেন।
কমল কৃষ্ণ ধর বলেন, শুধু চুরি বা মাদক নয়, গত বছর নানুয়ার দীঘিরপাড়ে পূজামণ্ডপে সহিংসতার ঘটনায় ভিডিও ফুটেজে আবাদের সম্পৃক্ততা পাওয়া গেছে।সংবাদ প্রকাশঃ  ২২-০৩-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ