নির্বাচিত হলে কালীগঞ্জ মডেল উপজেলা হবে: রাশেদ খাঁন

সিটিভি নিউজ।। নিজস্ব প্রতিনিধি, =========== ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ উপজেলা ও সদরের চার ইউনিয়ন) আসনের বিএনপির প্রার্থী রাশেদ খাঁন নির্বাচিত হলে কালীগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। শুক্রবার বিকালে কোলা ইউনিয়ন বিএনপির আয়োজিত গাজির বাজার স্কুল মাঠের নির্বাচনী সমাবেশে তিনি এ প্রতিশ্রুতি দেন।
সমাবেশে রাশেদ খাঁন বলেন, “৫ আগস্টের পর আওয়ামী লীগ নেতাদের কাছ থেকে চাঁদাবাজি হয়েছে। জামাল ইউনিয়নে কারা জোড়া খুন করেছে, তা সকলেই জানেন। আমাকে হুমকি দেওয়া হচ্ছে, কিন্তু আমরা কারো ভয়ে দমে থাকি না। ধানের শীষ জয়লাভ করবে ইনশাল্লাহ। আমি নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ—সব ক্ষেত্রে উন্নয়ন নিশ্চিত করব। এখানে কোন রাস্তা কাঁচা থাকবে না। প্রতিটি নাগরিক সেবা পাবে। সনাতন ধর্মের মানুষরাও নির্বিঘ্নে বসবাস করবেন, বিএনপি তাদের নিরাপত্তা নিশ্চিত করবে।”
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক হামিদুল ইসলাম হামিদ সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “ধানের শীষকে বিজয়ী করতে হবে। আপনারা সবাই তারেক রহমানের প্রতিক ধানের শীষে ভোট দেবেন। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়নে সবাই একসাথে কাজ করতে চাই।”
কেন্দ্রীয় কৃষক দলের সদস্য হারুন অর রশিদ সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন—কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক হামিদুল ইসলাম হামিদ, ইসরাইল হোসেন জীবন, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুর রহমান মিলন, সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মোল্লা, বিএনপি নেতা তরিবুর রহমান সাগরসহ স্থানীয় নেতারা।
সমাবেশ শেষে অনুষ্ঠিত বিশাল মিছিল গাজির বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে, যা লক্ষ্যযোগ্য সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। সংবাদ প্রকাশঃ ৩০-০১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=