ভোট শুধু ব্যালট নয়, ভবিষ্যতের সিদ্ধান্ত”—গণভোট ও জাতীয় নির্বাচন নিয়ে কালীগঞ্জে তরুণদের মুখোমুখি জেলা প্রশাসক

সিটিভি নিউজ।। মানিক ঘোষ নিজস্ব প্রতিনিধি:============
গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনু২০২৬ ঘিরে তরুণদের ভাবনা, প্রশ্ন ও প্রত্যাশায় মুখর হয়ে উঠেছিল কালীগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়াম। বৃহস্পতিবার বেলা ১১টায় ঝিনাইদহ জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় তরুণদের সরাসরি কথা শোনেন জেলা প্রশাসক।
সভায় প্রধান অতিথি ঝিনাইদহ জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসুম বলেন,
একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন তরুণদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া সম্ভব নয়। তরুণরাই পারে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে।”
তার বক্তব্যে বারবার উঠে আসে ভোটের গুরুত্ব, দায়িত্বশীল নাগরিকত্ব ও ভবিষ্যৎ নেতৃত্বের কথা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ঝিনাইদহ জেলা পুলিশ সুপার মো. মাহফুজ আফজাল বলেন,নির্বাচনকে ঘিরে কোনো বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না। শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় পুলিশ প্রশাসন সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। এ কাজে তরুণদের সহযোগিতা অপরিহার্য।”
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক, থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন এবং জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আবুল হোসেন।
সভায় তরুণ শিক্ষার্থী ও যুব প্রতিনিধিরা সরাসরি প্রশ্ন করেন—ভোটের স্বচ্ছতা, নিরাপত্তা ও অংশগ্রহণ নিয়ে। জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে তাদের প্রশ্নের উত্তর দেন এবং তরুণদের আশ্বস্ত করেন একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের বিষয়ে।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, যুব প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে সভাটি পরিণত হয় এক প্রাণবন্ত ও আশাবাদী আলোচনায়। সংবাদ প্রকাশঃ ৩০-০১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=