কোম্পানীগঞ্জে পথসভায় আসিফ মাহমুদ, এবারের নির্বাচনে ভোটকেন্দ্র দখল করতে দেওয়া হবে না

কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জে ১১ দলীয় জোট মনোনীত জামায়াত প্রার্থী ইউসুফ সোহেলের সমর্থনে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সিটিভি নিউজ।। বিল্লাল হোসেন, সংবাদদাতা মুরাদনগর থেকে ঃ============
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বিগত দিনে বিএনপির প্রার্থী কায়কোবাদ যতবার এমপি হয়েছেন, ততবারই ভোট কেন্দ্র দখল ও টাকার বিনিময়ে ভোট কিনেছেন। তবে এবারের নির্বাচনে আর কোনো কেন্দ্র দখল করতে দেওয়া হবে না। ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা গেলে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে ১১ দলীয় জোট মনোনীত জামায়াত প্রার্থী ইউসুফ সোহেল বিপুল ভোটে জয়লাভ করবেন।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বুধবার দুপুরে মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জে ১১ দলীয় জোট মনোনীত জামায়াত প্রার্থী ইউসুফ সোহেলের সমর্থনে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পথসভায় বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারী সাইফুল ইসলাম শহীদ, শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ¦ গোলাম কিবরিয়া সরকার, জাতীয় যুব শক্তির কেন্দ্রিয় আহবায়ক এডভোকেট তরিকুল ইসলাম।
উপজেলা যুব বিভাগের সভাপতি জালাল উদ্দিনের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের সাবেক আমীর মুনসুর মিয়া, নবীপুর পূর্ব ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা ছামীর হোসেন ও নবীপুর পশ্চিম ইউনিয়ন সভাপতি গোলাম মোস্তফা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আসিফ মাহমুদ বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের মানুষের ভোটাধিকারের একটি স্পষ্ট রূপরেখা পাওয়া যাবে। বিগত ১৭ বছরের নিপীড়নের পর গত কয়েক মাসে একটি দলের কর্মকাণ্ডে মানুষ আবারও পুরনো অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে। মানুষের সেই উপলব্ধি থেকেই ১১ দলীয় ঐক্য জোট গঠন করা হয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে তিনি বলেন, কুমিল্লার মানুষের ওপর তার বিশেষ ক্ষোভ ছিল। যার ফলে এখানকার পাকা রাস্তাগুলো অবহেলায় মাটির রাস্তায় পরিণত হয়েছিল। তবে নিজে সরকারের দায়িত্বে থাকাকালীন মুরাদনগরসহ কুমিল্লার উন্নয়নে অনেক গুরুত্বপূর্ণ কাজ হাতে নিয়েছেন বলে দাবি করেন তিনি।
তরুণ ভোটারদের উদ্দেশ্যে আসিফ মাহমুদ বলেন, ১৬ বছর বয়স থেকেই তরুণদের ভোটাধিকার নিশ্চিত করা হবে। আমরা কার্ডের মাধ্যমে ভাতা দিয়ে তরুণদের পরনির্ভরশীল করতে চাই না, বরং কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে চাই। শুধু গার্মেন্টস বা রেমিট্যান্সের ওপর নির্ভর না করে তরুণদের মেধা বিকাশের নতুন ক্ষেত্র তৈরি করা হবে।
বিএনপি নেতা তারেক রহমানের সমালোচনা করে তিনি বলেন, আপনি ১৭ বছর লন্ডনে ছিলেন। আগে দেশের অলিগলি ঘুরে দেখুন এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানুন। তিনি আরও অভিযোগ করেন, স্মার্ট এনআইডি কার্ড দেওয়া নিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে এবং এর পেছনে ঘুষ লেনদেনের পাঁয়তারা চলছে।
একটি বিশেষ পক্ষ নির্বাচন জয়ের জন্য মিডিয়া দখল করে রেখেছে দাবি করে আসিফ মাহমুদ বলেন, আমি ১৪ মাস সরকারের দায়িত্বে থেকে জনগণের জন্য কাজ করেছি। আগামী ৫ বছর জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করতে তিনি ইউসুফ সোহেলকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। সংবাদ প্রকাশঃ ২৯-০১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=