চৌদ্দগ্রামে ডা. শফিকুর রহমানকে স্বাগত জানিয়ে জামায়াতের আনন্দ মিছিল

সিটিভি নিউজ।। মনোয়ার হোসেন,সংবাদদাতা কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রামে এইচ জে সরকারি মডেল পাইলট হাইস্কুল মাঠে আগামী শনিবার সকালে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে স্বাগত মিছিল করেছে উপজেলা জামায়াতে ইসলামী। ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে ১১ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে অনুষ্ঠিত মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঘোলপাশা ইউনিয়নের বাবুচি বাজার থেকে শুরু হয়ে মহাসড়কের সৈয়দপুর রাস্তার মাথা এলাকার জামায়াতের নির্বাচনী কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

‎মিছিল শেষে ঘোলপাশা ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার কাজী মো. আবদুল কাদেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মু. বেলাল হোসাইন। এ সময় উপস্থিল ছিলেন, চৌদ্দগ্রাম পৌরসভা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ ইব্রাহিম, ঘোলপাশা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. আহসান উল্লাহ, জামায়াত নেতা মাওলানা এটিএম খোরশেদ, মাওলানা ফজলুল হক, আশ্রাফুল ইসলাম লিটন, মোহাম্মদ আলী, এনসিপি নেতা হানিফ পাটোয়ারী শরীফ প্রমুখ।

উপজেলা জামায়াতের সেক্রেটারি মু. বেলাল হোসাইন বলেন, আগামী ৩১ জানুয়ারী শনিবার সকালের চৌদ্দগ্রাম পাইলট হাইস্কুল মাঠের জনসভা জনসমুদ্রে রূপ নেবে ইনশাআল্লাহ। ইতোমধ্যে জনসভাকে কেন্দ্র সমগ্র উপজেলায় নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। জনসভাকে সফল করতে প্রতিদিন পৌরসভাসহ প্রতিটি ইউনিয়নে স্বাগত মিছিল করছে দলের উৎফুল্ল নেতাকর্মীরা। চৌদ্দগ্রাম পাইলট হাইস্কুল মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান। সভাপতিত্ব করবেন কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের জামায়াতের প্রার্থী ও জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর, সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এনসিপি’র আহবায়ক মো. নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক ও ঢাকসুর ভিপি সাদিক কায়েম। জনসভায় চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার তের ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও কেন্দ্র ভিত্তিক নেতাকর্মী ও সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ উপস্থিত থাকবেন বলে আমরা প্রত্যাশা করছি। এছাড়াও আজ বিকালে উপজেলার গুণবতী বাজারসহ বিভিন্নস্থানে স্বাগত মিছিল করেছে দলীয় নেতাকর্মীরা। সংবাদ প্রকাশঃ ২৯-০১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন