কুমিল্লায় সুজন আয়োজিত জনগণের মুখোমুখি অনুষ্ঠান

সিটিভি নিউজ।।মোঃ আবদুল আউয়াল সরকার, কুমিল্লা থেকে:সংবাদদাতা জানান ====
“একটি রাষ্ট্রে নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো পদ নেই”—এই মূলমন্ত্রকে সামনে রেখে সুজন–সুশাসনের জন্য নাগরিক কুমিল্লা জেলা ও মহানগরের উদ্যোগে কুমিল্লা–০৬ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে জনগণের মুখোমুখি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বুধবার (২৮ জানুয়ারি) বিকাল তিনটায় কুমিল্লা টাউন হল মুক্তমঞ্চে অনুষ্ঠিত এই আয়োজনে একই মঞ্চে কুমিল্লা–০৬ আসনের সকল প্রার্থী সাধারণ মানুষের সরাসরি প্রশ্নের মুখোমুখি হন এবং নিজেদের অবস্থান ও প্রতিশ্রুতি তুলে ধরেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এগার দলীয় জোটের মনোনীত প্রার্থী ও দাঁড়িপাল্লা মার্কার কাজী দ্বীন মোহাম্মদ এবং বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মনিরুল হক চৌধুরীসহ আসনের অন্যান্য প্রার্থীরা।

সভায় সভাপতিত্ব করেন সুজন কুমিল্লা জেলার সভাপতি আলহাজ্ব শাহ মোহাম্মদ আলমগীর খান।

অনুষ্ঠান পরিচালনা করেন সুজন-এর কেন্দ্রীয় সমন্বয়কারী দিলিপ কুমার সরকার। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সুজন কুমিল্লা জেলার সেক্রেটারি অধ্যাপক আলী আহসান টিটু। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন হাঙ্গার প্রজেক্ট ও সুজনের আঞ্চলিক সমন্বয়কারী সৈয়দ মোঃ নাছির উদ্দিন।

অনুষ্ঠানে জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার উল্লেখযোগ্য সংখ্যক নাগরিক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কুমিল্লা-৬ আসনের এমপি পদপ্রার্থী প্রার্থীরা সরাসরি সাধারণ জনগণের মুখোমুখি হয়ে নিজেদের রাজনৈতিক অবস্থান, ভবিষ্যৎ পরিকল্পনা ও নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেন। একই সঙ্গে উপস্থিত ভোটার ও সাধারণ নাগরিকরা প্রার্থীদের উদ্দেশে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন এবং নিজেদের মতামত প্রকাশের সুযোগ পান। প্রার্থীরাও এসব প্রশ্নের জবাব দিয়ে জনগণকে আশ্বস্ত করার চেষ্টা করেন। সংবাদ প্রকাশঃ ২৮-০১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন