দাঁড়িপাল্লার জনসভা: পর্যটন উন্নয়ন, স্বাস্থ্যসেবা ও শিক্ষা খাতে প্রতিশ্রুতি বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ে সুদমুক্ত ঋণে শিক্ষার্থীদের পাঠানো হবে –কাজী দ্বীন মোহাম্মদের

সিটিভি নিউজ।। তৌহিদ হোসেন সরকার কুমিল্লা সংবাদদাতা জানান ===== শিক্ষা খাতে বড় উদ্যোগ হিসেবে বহির্বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের সুদমুক্ত ঋণের মাধ্যমে পাঠানোর পরিকল্পনাও তুলে ধরেন এবং বলেন শ্রমিক হিসাবে নয় উচ্চশিক্ষার জন্য গেলে একটি ছাত্র সমাজ পরিবর্তনে বড় ভুমিকা রাখবে,
কনেশতলা বাজারে দাঁড়িপাল্লা নির্বাচনী জনসভায় এ কথা বলেন।

কুমিল্লা–৬ (আদর্শ সদর, কুমিল্লা মহানগরী, সদর দক্ষিণ ও সেনানিবাস এলাকা) আসনে এগার দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ সোমবার (২৬ জানুয়ারি) দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে সদর দক্ষিণ উপজেলার গলিয়াড়া দক্ষিণ ইউনিয়নের কনেশতলা বাজারে জনসভা করেন। বিকাল তিনটায় শুরু হওয়া এ সভায় সংগঠন, পেশাজীবী ও দলীয় নেতাকর্মীসহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
শ্রমিক কল্যাণ সদর দক্ষিণ উপজেলা সভাপতি মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এগার দলীয় জোট মনোনীত প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরীর সেক্রেটারী মাওলানা মাহবুবুর রহমান, মহানগরীর ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অধ্যক্ষ মোশাররফ হোসেন, ছাত্রশিবির কুমিল্লা মহানগরীর সেক্রেটারী নাজমুল হাসান পঞ্চায়েত, দক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম, উপজেলা সেক্রেটারী মাওলানা ওমর ফারুক, এনসিপির জেলা যুগ্ম আহবায়ক আল-আমীন, গলিয়াড়া উত্তর ইউনিয়ন আমীর মোঃ মিজানুর রহমান, দক্ষিণ ইউনিয়ন সভাপতি মোঃ আজহারুল ইসলাম তানভির ও সেক্রেটারী মাস্টার আবুল হাই।
সভায় মোঃ মিজানুর রহমান বলেন, “যারা ঋণখেলাপীদের মনোনীত করেছে তারা দেশকে ঋণখেলাপী ছাড়া ভালো কিছুই দিতে পারবে না।”
এদিকে মোঃ জহিরুল ইসলাম বলেন, “হত্যা হামলা জুলুম নির্যাতন মুক্ত সমাজ গঠনে দাড়িপাল্লা মার্কায় ভোট দিতে হবে।”
প্রধান অতিথির বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ নির্বাচিত হলে পুরাতন গোমতী নদীকে নান্দনিক পর্যটন এলাকায় রূপান্তরের ঘোষণা দেন। নদীর দুই পাড় উঁচু করে শহরকে নিরাপদ করাসহ পূর্বাঞ্চলের মানুষের যাতায়াত সহজ করতে রাস্তা উন্নয়ন ও টাউন সার্ভিস চালুর প্রতিশ্রুতি দেন তিনি।
তিনি আরও বলেন, “৬০ উর্ধ্বে ও ৫ বছরের নিচে চিকিৎসাসেবা ফ্রি নিশ্চিত করবো ইনশাআল্লাহ। গর্ভবতী নারীদের কর্মঘণ্টা কমিয়ে তাদের মর্যাদা নিশ্চিত করা হবে।”
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “কোনো প্রকার কেন্দ্র দখলের চিন্তাও কেউ করতে পারবে না। এ নির্বাচন দেশ গঠনের নির্বাচন। এবার নির্বাচন নিয়ে ছিনিমিনি খেলার সুযোগ কেউ পাবে না। জনতার পাহারায় নির্বাচন ঈদ উৎসবের মতো শান্তিময় হবে।”
শিক্ষা খাতে বড় উদ্যোগ হিসেবে বহির্বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের সুদমুক্ত ঋণের মাধ্যমে পাঠানোর পরিকল্পনাও তুলে ধরেন কাজী দ্বীন মোহাম্মদ। সংবাদ প্রকাশঃ ২৬-০১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন