কুমিল্লা-৪ দেবীদ্বার: হাসনাতকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মুজিবুর রহমান ফরাজী

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার ঃ দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/=======
কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন মোড় এসেছে। খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মুফতী মুজিবুর রহমান ফরাজী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী হাসনাত আব্দুল্লাহকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
রোববার (২৫ জানুয়ারি) দেবীদ্বার উপজেলার ইউছুফপুর ইউনিয়নের ইউছুফপুর গ্রামে অনুষ্ঠিত এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহর এক উঠান বৈঠকে উপস্থিত হয়ে তিনি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন। এ সময় তিনি জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সিদ্ধান্তের অংশ হিসেবেই হাসনাত আব্দুল্লাহকে সমর্থনের কথা জানান।
ঘড়ি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা খেলাফত মজলিসের এই প্রার্থী বলেন, “আমি ইউছুফপুরে এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহর উঠান বৈঠকে উপস্থিত হয়ে তাকে সমর্থন জানিয়েছি এবং নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। সকাল ১০টা থেকে রাত পর্যন্ত তার নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছি এবং তার পক্ষে ভোট চেয়েছি।”
তবে তিনি পুরোপুরি সমর্থন দেননি বলেও জানান। এ বিষয়ে তিনি বলেন, “দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় আমি আপাতত অর্ধেক সমর্থন দিয়েছি। পরিস্থিতির পরিবর্তন হলে নিজের প্রার্থিতা বহাল রাখা কিংবা অন্য কাউকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিতে হতে পারে। নির্বাচন করার ইচ্ছা থেকেই মনোনয়ন আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করিনি। সময় ও পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”
এর আগে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ খেলাফত মজলিসের আরেক প্রার্থী হাফেজ মাওলানা মোফাজ্জাল হোসেনও এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহকে সমর্থন জানিয়ে মনোনয়ন প্রত্যাহার করে নেন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন গত ২০ জানুয়ারি দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রাকিবুল ইসলামের কাছে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহার করেন।
দেবীদ্বার উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ১টি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন নিয়ে গঠিত কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনটি জাতীয় সংসদের ২৫২ নম্বর আসন। আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১০ হাজার ৫৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৫ হাজার ২৩৭ জন এবং নারী ভোটার ১ লাখ ৯৫ হাজার ৩১৯ জন। মোট ১১৬টি ভোটকেন্দ্রের ৭২৫টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এ আসনে এনসিপি’র শাপলা প্রতীকের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ ছাড়াও আরও প্রতিদ্বন্দ্বিতা করছেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ (আপেল প্রতীক)-এর ইরফানুল হক সরকার, খেলাফত মজলিস’(ঘড়ি প্রতীক)”র মোহাম্মদ মুজিবুর রহমান ফরাজী, গণঅধিকার পরিষদ (জিওপি) ট্রাক প্রতীক’র মো. আবু জসিম উদ্দিন।
এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনয়নপত্র সংগ্রহ করলেও এনসিপির সঙ্গে নির্বাচনী জোট থাকায় তারা আলাদা প্রার্থী দেয়নি। এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহ মনোনয়নপত্র জমা দেওয়ার সময় জামায়াতে ইসলামীর নেতা সাইফুল ইসলাম শহীদ তার সঙ্গে উপস্থিত ছিলেন। জোটের সিদ্ধান্ত অনুযায়ী তিনিও নির্বাচন থেকে সরে দাঁড়ান।
ছবির ক্যাপশনঃ কুমিল্লা-৪ আসনে হাসনাত আব্দুল্লাহকে সমর্থন জানিয়ে সড়ে দাড়ানো ‘খেলাফত মজলি’র প্রার্থী মুজিবুর রহমান ফরাজীর সংগৃহীত ছবি। সংবাদ প্রকাশঃ ২৬-০১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=