সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল সম্পন্ন

কুমিল্লার মুরাদনগর উপজেলার ঐতিহ্যবাহী সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের দুই দিনব্যাপী বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিলে বয়ান করছেন, দরবার শরীফের পীর ও বাংলাদেশ তা’লীমে হিজবুল্লাহর আমীর শাহসূফি অধ্যক্ষ মাওলানা মাহমুদুর রহমান।
সিটিভি নিউজ।। বিল্লাল হোসেন, মুরাদনগর থেকে ঃসংবাদদাতা জানান ====
কুমিল্লার মুরাদনগর উপজেলার ঐতিহ্যবাহী সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের দুই দিনব্যাপী বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শনিবার বাদ ফজর সম্পন্ন হয়েছে। দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় আখেরি মোনাজাত পরিচালনা করেন, দরবার শরীফের পীর ও বাংলাদেশ তা’লীমে হিজবুল্লাহর আমীর শাহসূফি অধ্যক্ষ মাওলানা মাহমুদুর রহমান।
গত বৃহস্পতিবার বাদ জোহর মিলাদ ও দোয়ার মাধ্যমে মাহফিলের আনুষ্ঠানিকতা শুরু হয়। দুই রাতব্যাপী এই মাহফিলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ধর্মপ্রাণ মুসল্লিদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। আয়োজক কমিটির তথ্যমতে, এ বছর প্রায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটেছে। মাহফিলের প্রধান আকর্ষণ ছিল প্রতিদিন বাদ মাগরিব বিশেষ তা’লীম, যেখানে জিকির-আজকার, হেদায়েতমূলক আলোচনা ও তওবা অনুষ্ঠিত হয়।
বিশাল এই জনসমুদ্র সামাল দিতে দরবার শরীফের বিশাল ময়দানে আধুনিক প্যান্ডেল ও সাউন্ড সিস্টেমের পাশাপাশি বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। মুসল্লিদের সুবিধার্থে ওজুখানা, গোসলখানা, পর্যাপ্ত টয়লেট এবং আটটি পৃথক স্থানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা ছিল। মাহফিলকে কেন্দ্র করে পুরো সোনাকান্দা এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে এবং কয়েক কিলোমিটার এলাকা জুড়ে অস্থায়ী মেলা ও দোকানপাট বসে।
উল্লেখ্য, ১৯০ বছরেরও বেশি সময় ধরে দ্বীনি দাওয়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সোনাকান্দা দরবার শরীফের প্রতিষ্ঠাতা ছিলেন, বাগদাদ ও ফুরফুরা শরীফ থেকে খেলাফতপ্রাপ্ত প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা হাফেজ আব্দুর রহমান হানাফি (রহ.)। ১৯৬৪ সালে তাঁর ইন্তেকালের পর তাঁর জ্যেষ্ঠ পুত্র মাওলানা আবুবকর মোহাম্মদ শামসুল হুদা (রহ.) দরবারের দায়িত্ব পালন করেন। ২০০৫ সাল থেকে বর্তমান পীর মাওলানা মাহমুদুর রহমান এই ঐতিহ্যের ধারা অব্যাহত রেখেছেন। সংবাদ প্রকাশঃ ২৫-০১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন