মুরাদনগরে সহপাঠী মিলনমেলা ৮৬ ব্যাচ অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। এন এ মুরাদ, মুরাদনগর। সংবাদদাতা জানান ====
“বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক সারা জীবন”—এই স্লোগানকে ধারণ করে মুরাদনগর উপজেলার এসএসসি ৮৬ ব্যাচের সহপাঠীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় মুরাদনগরের মুসাফির রেস্টুরেন্টে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটির শুভ সূচনা হয়।
৪০ বছর পর একে অপরের সঙ্গে দেখা হওয়ায় বন্ধুদের মাঝে ছিল আবেগ, উচ্ছ্বাস আর প্রাণখোলা আনন্দ। পুরোনো দিনের স্মৃতি রোমন্থন, হাসি-ঠাট্টা ও গল্পে মুখর ছিল পুরো আয়োজন।

দিনব্যাপী এ মিলনমেলায় ছিল পরিচয় পর্ব, স্মৃতিচারণ, সাংস্কৃতিক আয়োজন ও মধ্যাহ্নভোজ। সহপাঠীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় এক উৎসবমুখর মিলনক্ষেত্রে।

অনুষ্ঠানে সুরভি আক্তার ও নাসরিন আক্তারের যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক মাজেদুল ইসলাম৷ তিনি বলেন, “সময় বদলালেও আমাদের বন্ধুত্বের জায়গাটা যেন কখনো বদলায় না—এই মিলনমেলাই তার প্রমাণ।” তিনি ভবিষ্যতেও এমন আয়োজন নিয়মিত করার প্রত্যাশা ব্যক্ত করেন।

মিলনমেলার শেষাংশে রেফেল ড্র, মহিলাদের চেয়ার খেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
এছাড়াও সবাই একসঙ্গে ছবি তোলা ও ভবিষ্যতে আবারও একত্রিত হওয়ার অঙ্গীকারের মধ্য দিয়ে অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে সমাপ্ত হয়। সংবাদ প্রকাশঃ ২৪-০১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন