বর্ডারের মাদক নিয়ন্ত্রণ, চাঁদাবাজি-সন্ত্রাস দমনই আমাদের অন্যতম লক্ষ্য : ডা. তাহের

সিটিভি নিউজ।। মনোয়ার হোসেন,সংবাদদাতা জানান কুমিল্লা:= বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, ১০ দলীয় জোট আজ একটি বৃহৎ জোটে পরিণত হয়েছে। এই জোটে ৭১ এর স্বাধীনতা যুদ্ধের একমাত্র জীবিত বীর বিক্রম মুক্তিযোদ্ধা এবং ২৪ এর অভ্যূত্থানে নেতৃত্বদানকারী ছাত্রসমাজের প্রতিনিধি ও তাদের দলসহ দেশের বড় ইসলামীক দলসমূহ আমাদের আছে। চৌদ্দগ্রামে ভিন্নদল করে এমন অনেক ভাই আছে, যাদের সাথে আমার ব্যক্তিগতভাবে গভীর সম্পর্ক রয়েছে। অন্যদল করলেও অনেকে আমাকে ভালোবেসে এবার দাঁড়িপাল্লায় ভোট দিবে।

ডা. তাহের আরও বলেন, চৌদ্দগ্রামে বিগত ১৫ বছরে আমাদের নেতাকর্মীদের উপর যে জুলুম-নির্যাতন হয়েছে। অনেকে শহীদ হয়েছে। অনেক লোক পঙ্গুত্ববরণ করেছে। শত শত মামলা হয়েছে নেতাকর্মীদের বিরুদ্ধে। জুলাই বিপ্লবের পর এদেশে যে পরিবর্তন শুরু হয়েছে। সে পরিবর্তনে আমার অংশগ্রহণ রয়েছে। আমি যখন এমপি ছিলাম, এ চৌদ্দগ্রাম থেকে মাদক নির্মূলে ব্যাপক ভ‚মিকা রাখার চেষ্টা করেছি। সুতরাং দলমত নির্বিশেষে আমি আপনাদের সকলের ভোট চাই। আমি যদি এমপি নির্বাচিত হই, তাহলে এ চৌদ্দগ্রামে কারো উপর জুলুম করা হবে না। এ চৌদ্দগ্রাম স্বাক্ষী, আমি এমপি থাকাকালীন কোনো একজন ব্যবসায়ীর কাছে কখনো আমরা দশ টাকা চাঁদা চাইনি। ভবিষ্যতেও কেউ চাঁদাবাজি করতে পারবে না। চাঁদাবাজি রোধ করাই আমার দায়িত্ব। বর্ডারের মাদক নিয়ন্ত্রণ এবং সন্ত্রাস দমনই আমার অন্যতম লক্ষ্য।

তিনি আরও বলেন, আমার রাজনৈতিক জীবনে আমি আন্তর্জাতিক অঙ্গনের বিভিন্ন স্তরে কাজ করেছি। আপনারা জানেন, গত কিছুদিন আগেও আমি মাননীয় প্রধান উপদেষ্টার সাথে জাতিসংঘে গিয়েছিলাম। আপনার দেখেছেন, সেখানেও আমার উল্লেখযোগ্য ভ‚মিকা ছিল। এখনো রাষ্ট্র কাঠামো সংস্কারে আমাদের ভ‚মিকা রয়েছে। আল্লাহ যদি আমাকে আপনাদের ভোটে নির্বাচিত করেন, তাহলে চৌদ্দগ্রামের উন্নয়নে আপনাদেরকে কোথাও ধরনা দিতে হবে না। আমার ফোনেই এ চৌদ্দগ্রামের উন্নয়নমূলক অনেক কাজ সমাপ্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর ইচ্ছায় এবার ১০ দলীয় জোট এদেশে সরকার গঠন করবে ইনশাআল্লাহ। তার কারণ, এখানে ইসলামিক প্রায় সকল দল আছে, ৭১ এর বীর বিক্রম কর্ণেল অলি আহমেদ সহ জুলাই আন্দোলনের অন্যতম সেনানীরা আমাদের সাথে আছে। একদিকে একটি দল। অন্যদিকে সমগ্র বাংলাদেশ। পরিবর্তনের এ বাংলাদেশে আমাদের জোট সরকার গঠন করবে ইনশাআল্লাহ। আরেকটি কারণ হচ্ছে, এ বাংলাদেশে প্রায় সব বড় দলকে মানুষ ক্ষমতায় নিয়ে গেছে এবং তাদের শাসনামল দেখেছে। একটি দল শুধু বাকী আছে। সেটি হলো: বাংলাদেশ জামায়াতে ইসলামী। এবার দেশের মানুষ বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ ১০ দলীয় জোটকে ক্ষমতায় দেখতে চায়। দেশের সাধারণ মানুষ এখন চাঁদাবাজদের ভোট দিতে চায় না। বিলিয়ন বিলিয়ন ডলার লুটপাট করে বিদেশে বেগমপাড়া সৃষ্টিকারীদের ভোট দিতে চায় না দেশের মানুষ। আমরা নির্বাচিত হলে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে সরকার পরিচালিত করবো। এ দেশের অর্থ আর কাউকে বিদেশে পাচার করতে দেওয়া হবে না। চাঁদবাজি ও দুর্নীতিমুক্ত একটি উন্নত বাংলাদেশ বিনির্মানে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকালে কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচনী প্রধান কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. তাহের এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আমীর এডভোকেট মুহাম্মদ শাহজাহান, সাবেক আমীর মো. আবদুস সাত্তার, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সাবেক আমীর ভিপি মু. সাহাব উদ্দিন।

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মু. মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মু. বেলাল হোসাইন এর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন পৌর জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ ইব্রাহিম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মজিবুর রহমান ভূঁইয়া, চৌদ্দগ্রাম সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম, সাবেক চেয়ারম্যান আবুল খায়ের, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা শাহজাহান, এনসিপি’র উপজেলা যুগ্ম সমন্বয়ক মো. মামুন মজুমদার, উপজেলা ছাত্রশিবির সভাপতি মোজাম্মেল হক প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. জয়নাল আবেদীন পাটোয়ারী, ডা. মঞ্জুর আহমেদ সাকি, দাঁড়িপাল্লার নির্বাচনী সমন্বয়ক, জামায়াত নেতা আইয়ুব আলী ফরায়েজী, পৌর নায়েবে আমীর কাজী মুহাম্মদ ইয়াছিন মজুমদার, সেক্রেটারি মো. মোশাররফ হোসেন ওপেল, জামায়াত নেতা মাস্টার কাজী আব্দুল কাদের, সাবেক ছাত্রনেতা লিয়াকত শিকদার, আব্দুল্লাহ মোহাম্মদ মাসুম, এডভোকেট সাইদুল ইসলাম, এডভোকেট মনির হোসেন সহ চৌদ্দগ্রাম উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী। সংবাদ প্রকাশঃ ২২-০১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন